লাতে মেকআপের দিন শেষ, সময় এখন ‘এসপ্রেসো’ মেকআপের

কফিপ্রেমীদের কাছে কারও প্রিয় লাতে, কারও-বা এসপ্রেসো। এখন মেকআপপ্রেমীদের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যাচ্ছে। অবশ্য বর্তমান সময়ে এসপ্রেসো মেকআপকে এগিয়ে রাখতে হবে। গত বছর সৌন্দর্য দুনিয়ার ট্রেন্ড মাতিয়েছে লাতে মেকআপ।
লাতে মেকআপ
এসপ্রেসো মেকআপ
বছর ঘুরতে না ঘুরতে সেই জায়গা নিয়েছে এসপ্রেসো মেকআপ। কফিতে যেমন এসপ্রেসো লাতের চেয়ে বেশি গাঢ় ও কড়া, মেকআপের ক্ষেত্রেও তাই। লাতে মেকআপের কালার টোনে বাদামি ও নিউড শেডের প্রাধান্য বেশি থাকে। আর এসপ্রেসো মেকআপে শুধু বাদামি রঙের সবচেয়ে গাঢ় শেড নিয়ে কাজ করা হয়। যদিও মেকআপের মিনিমাল ধারা এখনো চলমান, তবু লাতের মতো এসপ্রেসো ট্রেন্ডকেও মেকআপপ্রেমীরা আপন করে নিয়েছেন।
কি এই এসপ্রেসো মেকআপ?
এসপ্রেসো