‘তিলোত্তমা মোড়’ : বিটি রোডের নতুন পরিচয়

‘তিলোত্তমা মোড়’ : বিটি রোডের নতুন পরিচয়

১১ সেপ্টেম্বর ২০২৪: এক চিকিৎসক ছাত্রী যিনি ফুসফুস রোগের বিশেষজ্ঞ হতে চেয়েছিলেন, অগস্টের সেই ভয়ঙ্কর রাতে নির্যাতিত ও খুন হয়েছেন। এখন, সাধারণ মানুষ বিচার চেয়ে পথে নেমেছে আরজি কর মেডিক্যাল কলেজের সেই নির্যাতিতার জন্য। প্রতিবাদ চলছে রাজ্যের নানা প্রান্ত থেকে শুরু করে দেশের অন্যান্য স্থান ও বিদেশেও। প্রতিবাদীদের মুখে, ওই চিকিৎসক ছাত্রীকে এখন নানা নামে ডাকা হচ্ছে। সম্প্রতি, তাঁর বাড়ির নিকটবর্তী এক পরিচিত মোড়ের নামও হয়ে গেছে ‘তিলোত্তমা মোড়’।

কলকাতার দিক থেকে বিটি রোড ধরে যে মোড়ে পৌঁছানো যায় এবং সেখান থেকে ডান দিকে কিছুটা এগোলেই নির্যাতিতার বাড়ি, সেই মোড়টি বর্তমানে ‘তিলোত্তমা মোড়’ নামে পরিচিত। কে বা কারা ওই

error: Content is protected !!