সরষে ইলিশ মাছের রেসিপি

সরষে ইলিশ মাছের রেসিপি

বাংলার রসনা ও ইলিশ মাছ

বাংলাদেশের রান্নাঘরের অন্যতম জনপ্রিয় ও প্রিয় খাদ্য ইলিশ মাছ। বর্ষার মৌসুমে ইলিশ মাছের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। সরষে ইলিশ সেই ঐতিহ্যবাহী রেসিপি যা প্রতিটি বাঙালির প্রিয়।

সর্ষে ইলিশ

প্রয়োজনীয় উপকরণ

ইলিশ মাছ: ৫০০ গ্রাম

সরষে বাটা: ৩ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

কাঁচা মরিচ: ৫-৬টি

সরষের তেল: ৪ টেবিল চামচ

জল: প্রয়োজনমতো

রান্নার প্রক্রিয়া

মাছ পরিষ্কার করা

প্রথমে ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করুন। মাছের টুকরোগুলোকে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।

সরষে বাটা তৈরি

সরষে বাটাটি তৈরি করতে সরষে ভালো করে জলে ভিজিয়ে রেখে বেটে নিন।

error: Content is protected !!