দাবিপূরণ না হলে মঙ্গলবার থেকে সর্বাত্মক চিকিৎসক ধর্মঘট, সিনিয়র-জুনিয়রদের যৌথ হুঁশিয়ারি

সোমবারের মধ্যে সকল দাবি মানা না হলে আবারও ধর্মঘটে নামবেন চিকিৎসকেরা। শুক্রবার, সিনিয়র ডাক্তারদের সাথে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা একযোগে এই হুঁশিয়ারি দিয়েছেন। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, “সোমবারের মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে না নেন, তবে মঙ্গলবার আমরা পূর্ণাঙ্গ ধর্মঘটে যেতে বাধ্য হব।” তিনি আরও জানান, এই ধর্মঘটে সিনিয়র ডাক্তাররাও তাঁদের পাশে থাকবেন। সাংবাদিক বৈঠকে দেবাশিসের সাথে সিনিয়র এবং অন্যান্য জুনিয়র ডাক্তাররাও উপস্থিত ছিলেন।
জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কারের দাবিতে গত দুই মাস ধরে চলছে তাঁদের এই আন্দোলন। সরকার এখনো তাঁদের দাবির
দেবীর অভিমানের সুর: নারীর সুরক্ষার বার্তা নিয়ে মহেশতলার মঞ্চে নাটক ‘দেবী’

মহেশতলার ইডেনসিটি চতুর্থীর দিন মেতে উঠেছিল প্রীতম মুখার্জির নির্দেশনায় নাটক ‘দেবী’-র পরিবেশনায়। তিলোত্তমার আকাশে বিষাদের সুরে, উঠে আসে প্রতিবাদের কন্ঠ। নারীর প্রতি সমাজের নৃশংসতা এবং অবমাননা দেখে দেবী দুর্গার মর্তে আগমনে অনীহা, এবং তাঁকে রাজি করানোর জন্য মহাদেবের অঙ্গীকার নিয়ে সাজানো এই নাটক।
এই নাটকের মূল বিষয় ছিল নারী সুরক্ষা এবং সমাজে এটির গুরুত্ব। দেবারতি ভৌমিকের লেখনীতে ফুটে উঠেছে একটি বাস্তবিক বার্তা—নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। নাটকটি যে শুধুমাত্র এক সামাজিক প্রতিবাদ নয়, বরং নারী অধিকার নিয়ে একটি নিবেদন, তা দর্শকের মনে গভীর ছাপ ফেলে।
নাটকে অভিনয় করেছেন প্রীতম, দেবপ্রিয়া, দেবজিৎ, অনুসূয়া, সুমনা, অমিতাভ, নীলাদ্রি, সমরেশ, বিপাশা
বৃষ্টির মধ্যে প্রতিবাদ: আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে নার্স ও প্রাক্তন সেনাকর্মীদের মিছিল

১৬ সেপ্টেম্বর ২০২৪: অবিরাম বৃষ্টির মধ্যেও প্রতিবাদের রেশ থেমে থাকেনি। কলকাতার বিভিন্ন প্রান্তে অঝোর ধারায় বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। ছাতা মাথায় নিয়ে নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এগিয়ে এলেন আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে। মিছিলের সামনের দিকে থাকা অনেকেই বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে এগিয়ে চললেন। উদ্যোক্তাদের দাবি, দুর্যোগের আগেই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির কারণে তেমন সাড়া মিলবে না, এমন আশঙ্কা থাকলেও বাস্তবে দেখা যায়, বহু মানুষ ছাতা মাথায় নিয়ে মিছিলে শামিল হয়েছেন।
বিভিন্ন প্রাক্তন সেনা আধিকারিকেরা, যাঁরা অবসরপ্রাপ্ত মেজর এবং ব্রিগেডিয়ার, তাঁরা আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করে
মুখ্যমন্ত্রীর আচমকা আগমন: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমবেদনা জানালেন মমতা

১৪ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের স্বাস্থ্য ভবনে আচমকা উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতিবাদে তাঁরা সেখানে ধর্নায় বসেছেন। মমতার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর পর ধর্নাস্থলে বিচারের দাবিতে স্লোগান ওঠে। বেশ কিছুক্ষণ মাইক হাতে দাঁড়িয়ে থাকলেও মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতে পারলেন না। ধর্নাস্থলে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী সকলের কাছে অনুরোধ জানাচ্ছিলেন যেন তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “আমার নিরাপত্তার কথা মাথায় রেখেও আমি এখানে এসেছি। আপনারা যে আন্দোলন করছেন, তার জন্য আমি আপনাদের সম্মান জানাচ্ছি। ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি। গতকাল
বিচার না হলে দুর্গাবরণ নয়: আরজি কর কাণ্ড নিয়ে অভিনেত্রী অপরাজিতার কড়া বার্তা

আরজি কর কাণ্ড পেরিয়ে গিয়েছে প্রায় এক মাস। সামনে দুর্গাপূজা, বাকি মাত্র আরেকটি মাস। কিন্তু এরই মধ্যে রাজ্য জুড়ে চলছে বিচার চেয়ে আন্দোলন। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে পুজো এবং উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানিয়েছেন, তিনি এ বছর পুজোর আনন্দে মেতে উঠতে পারছেন না।
সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ড নিয়ে মামলার শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাজিতা আঢ্য বলেন, তিনি এ দিনের শুনানির দিকে তাকিয়ে ছিলেন এবং আশাবাদী ছিলেন যে সুবিচার পাবেন নিহত তরুণী চিকিৎসক। কিন্তু সোমবার দুপুরের পরে অভিনেত্রী আশাহত হয়েছেন এবং
উৎসবের আনন্দে প্রতিবাদের বার্তা: পুজোর ক্যানভাসে ছায়া ফেলল আরজি কর কাণ্ড

কলকাতার এক পুজোয় প্রতিবাদের ছবি
১০ সেপ্টেম্বর ২০২৪: স্বর্গের দেবীকে পূজার অর্ঘ্য দেওয়া কি সম্ভব, যখন মর্ত্যের কন্যা যন্ত্রণা ভোগ করে?
এবার পুজোয় শাস্ত্রের বিধান খন্ডাবে “শাস্ত্রী”

অম্বিকা কুন্ডু, কলকাতা: গণেশ চতুর্থীর এই শুভ দিনে প্রকাশ্যে এলো পথিকৃৎ বসু পরিচালিত “শাস্ত্রী”।
পূজোর বাকি মাত্র ৩০ দিন। অন্যান্য বার এই সময় পুজোর আমেজে মেতে ওঠে কলকাতা। বাঙালি সব থেকে বড় উৎসব বলে কথা। তবে এবার শুধুই প্রতিবাদ আর প্রতিবাদ। এই প্রতিবাদের মাঝে ও আস্তে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত শাস্ত্রী। ছবির পোস্টার সামাজিক মাধ্যমে দিয়ে তার ক্যাপশনে লেখা হয় “শাস্ত্রের বিধান, খন্ডাবে শাস্ত্রী।”
দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বন থেকে নেওয়া এই গল্পটি। ছবি সংগীত পরিচালনায় রয়েছে ইন্দ্রানী দাশগুপ্ত। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রী রায়, রজতাভ দত্ত, মিঠুন চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জিকে। এছাড়াও থাকছেন কাঞ্চন মল্লিক ও
‘আমাদের দুর্গা যেন বিচার পায়’: কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

৭ই সেপ্টেম্বর, শনিবারঃ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়ে এ বার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই মিছিলের জন্য একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা— ‘কুমোরটুলির আওয়াজ, আমাদের দুর্গা যেন ন্যায় পায়’।
এই মিছিলের আহ্বান জানিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের সংগঠন, ‘কুমোরটুলি মৃৎশিল্পী ও সংস্কৃতি সমিতি’। সংগঠনের সম্পাদক বাবু পাল জানিয়েছেন, ‘‘কুমোরটুলি হল মাটির দুর্গা তৈরির কেন্দ্রবিন্দু। কিন্তু একজন নারীর, আমাদের সমাজের এক ‘রক্তমাংসের দুর্গা’-র উপর অত্যাচার হয়েছে, তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে পথে নামছি।’’ পুজোর সময়সীমার
টলিউডের তারকাদের রাত দখলের আন্দোলন: রুকমা, তনুশ্রী, মীর, মিমি ও দিতিপ্রিয়া একযোগে সোচ্চার

৪ই সেপ্টেম্বর, টলিউডের একাংশ আবারও পথে নামল রাত দখলের আন্দোলনে। তনুশ্রী চক্রবর্তী, রুকমা রায় সহ একাধিক শিল্পী এবং নাগরিকদের একসঙ্গে দেখা যায় ‘We want justice’ স্লোগান দিতে।
গায়ক সপ্তক সানাই দাস তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গে হাজরা মোড়ে উপস্থিত হন। গানের মাধ্যমে রাতকে আরও উজ্জ্বল করেন। একই অনুষ্ঠানে সৌরভ পালোধি এবং পরিচালকরা ছবির আঁকা ও স্লোগানে অংশ নেন।
অন্যদিকে, মীর আফসার আলি রুবিতে যোগ দেন এবং সেখানে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ‘We want justice’ স্লোগান দেন।
View this post on Instagram A post shared by Mir Afsar Ali (@mirafsarali)
যাদবপুর ৮ বি এলাকায় এদিন নবারুণ বসু
আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে সুইৎজ়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ, সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, যেখানে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়, তা দেশ ছাড়িয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়েরা এ ঘটনার ন্যায্য বিচারের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন। এবার সুইৎজ়ারল্যান্ডের প্রবাসী ভারতীয়রাও পথে নেমে মোমবাতি হাতে নীরব প্রতিবাদ জানালেন। তাঁদের হাতের পোস্টারে লেখা ছিল, ‘বিচার চাই’ এবং ‘অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন’।
এই প্রতিবাদী জমায়েতে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন, এমনকি শিশুসন্তানদেরও সঙ্গে করে নিয়ে এসেছেন। তাঁদের কথায়, ‘‘আরজি করে যা ঘটেছে তা কেবলমাত্র একটি স্থানের ঘটনা নয়, এটি বাঙালি, ভারতীয় এবং বিশ্ব নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ