দুর্গা পুজার ফ্যাশন: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।

দুর্গা পুজার ফ্যাশন: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।

দুর্গা পুজা বাঙালির অন্যতম বড় উৎসব। এই সময়ে সবার মাঝে থাকে নতুন পোশাক, সাজগোজ ও ফ্যাশনের আনন্দ। চলুন, দেখে নেওয়া যাক এবারের দুর্গা পুজার ফ্যাশন ট্রেন্ডস কী কী।

ঐতিহ্যবাহী শাড়ি

দুর্গা পুজা মানেই শাড়ির জমকালো প্রদর্শনী। এবারের পুজায় আবারও ট্রেন্ডে থাকবে বেনারসি, জামদানি, কাতান, আর তাঁতের শাড়ি। বিশেষ করে ষষ্ঠী থেকে অষ্টমীর দিনগুলোতে অনেকেই পরবেন লাল-সাদা শাড়ি, যা দুর্গা পুজার ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। এছাড়াও, পেস্টেল শেডের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, এবং ফুলের কাজ করা শাড়িও থাকবে ফ্যাশনে।

সালোয়ার কামিজ ও কুর্তা

শাড়ির পাশাপাশি সালোয়ার কামিজ এবং কুর্তা পায়জামাও প্রচুর জনপ্রিয়। এবারের পুজায় ফুলের ডিজাইন, এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা

error: Content is protected !!