দিলজিতের গলায় কেকেআরের স্লোগান: কলকাতার কনসার্টে জমজমাট পরিবেশ, শাহরুখেরও প্রশংসা

দিলজিতের গলায় কেকেআরের স্লোগান: কলকাতার কনসার্টে জমজমাট পরিবেশ, শাহরুখেরও প্রশংসা

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) আজ শুধু পাঞ্জাবের নয়, পুরো বিশ্বের আইকন হয়ে উঠেছেন। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে তাঁর সুর ও অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শকরা। এবার নিজ দেশের মাটিতে তাঁর Dil-Luminati Tour দিয়ে মাত করছেন তিনি। বেছে নিয়েছেন ১০টি শহর। দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় এবং গুয়াহাটির দর্শকদের জন্য তাঁর এই বিশেষ শো।

২৭ নভেম্বর কলকাতায় পা রেখেই শহরের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন দিলজিৎ। দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়া, হাওড়ার ফুলের বাজারে কেনাকাটা, কফি হাউসের কফির স্বাদ নেওয়া— সবকিছুতেই যেন এক টুকরো বাঙালিয়ানা ছুঁয়ে গিয়েছে তাঁকে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি

error: Content is protected !!