‘আমাদের দুর্গা যেন বিচার পায়’: কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

'আমাদের দুর্গা যেন বিচার পায়': কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

৭ই সেপ্টেম্বর, শনিবারঃ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়ে এ বার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই মিছিলের জন্য একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা— ‘কুমোরটুলির আওয়াজ, আমাদের দুর্গা যেন ন্যায় পায়’।

এই মিছিলের আহ্বান জানিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের সংগঠন, ‘কুমোরটুলি মৃৎশিল্পী ও সংস্কৃতি সমিতি’। সংগঠনের সম্পাদক বাবু পাল জানিয়েছেন, ‘‘কুমোরটুলি হল মাটির দুর্গা তৈরির কেন্দ্রবিন্দু। কিন্তু একজন নারীর, আমাদের সমাজের এক ‘রক্তমাংসের দুর্গা’-র উপর অত্যাচার হয়েছে, তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে পথে নামছি।’’ পুজোর সময়সীমার

error: Content is protected !!