কলকাতার কিছু মেগাপুজোর পরিকল্পনা: ‘উৎসব’ নেই, বন্ধ সিঁদুরখেলা

প্রতিবাদের পূজা
কলকাতার দুর্গাপুজো এবারে এক ভিন্নতর অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশ্যে পুজোয় ফিরতে আহ্বান জানিয়েছেন, তবে অভিযোগ উঠছে, এই উৎসবটি রাজনৈতিক আন্দোলনকে ধামা চাপা দেওয়ার একটি মাধ্যম হতে চাচ্ছে। কলকাতাবাসীদের একাংশের দাবি, এবারে পুজো যেন পুজোর মতো হয়, কিন্তু তারা উৎসবে অংশগ্রহণ করবেন না।
১. ত্রিধারা সম্মিলনী
দক্ষিণ কলকাতার একটি নামী পুজো, ত্রিধারা সম্মিলনী। প্রতিবছর এটি থিমের দৌড়ে বড় পুজোগুলির সঙ্গে টক্কর দেয়। উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, “এবছর পুজো পুজোর মতোই হবে। আমাদের বাজেট গতবছরের মতোই আছে, কিন্তু অনেক স্পনসর আসছে না। পরিস্থিতির কারণে প্রভাত ফেরি ও সিঁদুর খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
২.
পুজোয় কলকাতা মেট্রো: এক টিকিটে ১২ ঘণ্টা ভ্রমণের সুবিধা!

দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুবিধা। একবার টিকিট কাটলে, সেটি ১২ ঘণ্টার জন্য যেকোনো মেট্রো লাইনে ব্যবহার করা যাবে। পুজোর সময় বাড়তি ভিড় সামলাতে কলকাতা মেট্রো নতুন অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে, যা যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে।
কীভাবে কাজ করবে এই টিকিটিং সিস্টেম?
১) এক টিকিটে ১২ ঘণ্টা যাত্রা
মেট্রো যাত্রীরা এবার পুজোর ভিড় এড়িয়ে একবার টিকিট কাটলেই ১২ ঘণ্টা পর্যন্ত যেকোনো লাইনে যাত্রা করতে পারবেন।
২) মেট্রো রাইড অ্যাপ
প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ। প্রথমবার লগ ইন করতে হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে।