স্বর সম্রাট উৎসবে (SSF) সুরের রাজত্ব, এক মঞ্চে উস্তাদ আমজাদ আলি খান ও পন্ডিত স্বপ্নন চৌধুরী

স্বর সম্রাট উৎসবে সুরের রাজত্ব, এক মঞ্চে উস্তাদ আমজাদ আলি খান ও পন্ডিত স্বপ্নন চৌধুরী ১২ বছরে পা দিল দেশের অন্যতম প্রধান রাগ-সঙ্গীত উৎসব স্বর সম্রাট ফেস্টিভ্যাল। এই সুরের মহোৎসব প্রতি বছরই শিল্প-সংস্কৃতিপ্রেমীদের মধ্যে এক অন্যরকম উত্তেজনার সঞ্চার করে। এবারে ১৪ এবং ১৫ ডিসেম্বর কলকাতার নজরুল মঞ্চ সাক্ষী থাকবে এক ঐতিহাসিক মূহূর্তের। প্রায় ৪০ বছর পর একই মঞ্চে সরোদ সম্রাট উস্তাদ আমজাদ আলি খান এবং প্রখ্যাত তবলাশিল্পী পন্ডিত স্বপ্নন চৌধুরী তাঁদের শিল্পকর্মে মুগ্ধ করবেন দর্শকদের। এটি নিঃসন্দেহে কলকাতার জন্য এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। এবারে উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ উস্তাদ আমজাদ আলি খানকে স্বরসম্রাট জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে। তাঁর অসামান্য অবদান রাগ-সঙ্গীতের জগতে নতুন মাত্রা এনে দিয়েছে। তেজেন্দ্র নারায়ণের নিবেদন উৎসবটির প্রধান আয়োজক প্রখ্যাত সরোদশিল্পী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও তাঁর পরিবার। শ্রী রঞ্জনী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালের নাম রাখা হয়েছে তেজেন্দ্র নারায়ণের গুরু স্বরসম্রাট আলি আকবর খান-এর নামানুসারে। তেজেন্দ্র নারায়ণের মতে, “আলি আকবর খানের মতো মাপের শিল্পী পৃথিবীতে বিরল। তাঁর স্মরণে এই উৎসব আমার গুরুপ্রণাম। এ উৎসব শুধু কিংবদন্তি শিল্পীদের নিয়ে আয়োজন করে না, নতুন প্রজন্মের প্রতিভাকেও তুলে ধরে। তরুণদের মধ্যে থেকেই আগামী দিনের শিল্পী তৈরি হবে, এই আমার বিশ্বাস।” তারকাসমৃদ্ধ দুই দিনের উৎসব দুই দিনের এই ফেস্টিভ্যালে শোনা যাবে দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পীদের সুরের মূর্ছনা। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে আছেন: পন্ডিত সাজন মিশ্র ও স্বর্ণেশ মিশ্র (কণ্ঠসঙ্গীত) পন্ডিত কুমার বোস (তবলা) পন্ডিত শ্রীনিবাস জোশী ও ভিরাজ জোশী (কণ্ঠসঙ্গীত) মালবিকা সারুক্কাই (ভারতনাট্যম) পন্ডিত দেবাশিস ভট্টাচার্য (গিটার) শুভেন্দ্র রাও (সেতার) এছাড়াও উৎসবের উদ্বোধনী সাংবাদিক সম্মেলন জমে উঠেছিল বিক্রম ঘোষ, তন্ময় বোস, জয় গোস্বামী, অলকানন্দা রায়, শ্রীকান্ত আচার্যের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। রাগ-সঙ্গীতের উষ্ণতায় শীতের কলকাতা শীতের ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে সুরের মাদকতা—এ যেন এক অনন্য যুগলবন্দি। স্বর সম্রাট ফেস্টিভ্যাল শুধু এক উৎসব নয়, এটি কলকাতার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে থাকা এক আবেগ। এবারের উৎসবও সেই আবেগকে আরও উঁচুতে নিয়ে যাবে, এমনই আশা করছেন সঙ্গীতপ্রেমীরা।

১২ বছরে পা দিল দেশের অন্যতম প্রধান রাগ-সঙ্গীত উৎসব স্বর সম্রাট ফেস্টিভ্যাল। এই সুরের মহোৎসব প্রতি বছরই শিল্প-সংস্কৃতিপ্রেমীদের মধ্যে এক অন্যরকম উত্তেজনার সঞ্চার করে। এবারে ১৪ এবং ১৫ ডিসেম্বর কলকাতার নজরুল মঞ্চ সাক্ষী থাকবে এক ঐতিহাসিক মূহূর্তের। প্রায় ৪০ বছর পর একই মঞ্চে সরোদ সম্রাট উস্তাদ আমজাদ আলি খান এবং প্রখ্যাত তবলাশিল্পী পন্ডিত স্বপ্নন চৌধুরী তাঁদের শিল্পকর্মে মুগ্ধ করবেন দর্শকদের। এটি নিঃসন্দেহে কলকাতার জন্য এক চিরস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে।

এবারে উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ উস্তাদ আমজাদ আলি খানকে স্বরসম্রাট জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে। তাঁর অসামান্য অবদান রাগ-সঙ্গীতের জগতে নতুন মাত্রা এনে দিয়েছে।

তেজেন্দ্র নারায়ণের নিবেদন

উৎসবটির প্রধান আয়োজক

দ্য কনফ্লুয়েন্স উপস্থাপন করল “রাগ সংগীত”: এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

দ্য কনফ্লুয়েন্স উপস্থাপন করল “রাগ সংগীত”: এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

রথীন্দ্র মঞ্চ, জোরাসাঁকো ঠাকুরবাড়িতে সম্প্রতি দ্য কনফ্লুয়েন্স আয়োজন করল এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা, “রাগ সংগীত”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী, সেতার বাদক পণ্ডিত পার্থ বোস, পণ্ডিত কৌশিক ভট্টাচার্য এবং শাস্ত্রীয় গায়িকা তন্নিষ্ঠা মাইতি।

সূচনা: তবলায় ঐশিক ভট্টাচার্য

সন্ধ্যার সূচনা হয় তবলায় ঐশিক ভট্টাচার্যের মন্ত্রমুগ্ধকর একক পারফর্মেন্স দিয়ে। তিনি ‘তিনতাল’ বাজিয়ে শ্রোতাদের মন জয় করেন, তাকে হারমোনিয়ামে সঙ্গত করেন তিয়াসা কারার। ঐশিকের বাজনার সূক্ষ্মতা এবং নৈপুণ্যতা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

তন্নিষ্ঠা মাইতির গানে রাগ ‘পুরিয়া ধনশ্রী’ ও ‘কাজরী’

এরপর মঞ্চে আসেন শাস্ত্রীয় গায়িকা তন্নিষ্ঠা মাইতি। তিনি রাগ ‘পুরিয়া ধনশ্রী’ এবং ‘কাজরী’ পরিবেশন করেন। তাকে তবলায় সঙ্গত করেন পিন্টু

error: Content is protected !!