দ্য কনফ্লুয়েন্স উপস্থাপন করল “রাগ সংগীত”: এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

দ্য কনফ্লুয়েন্স উপস্থাপন করল “রাগ সংগীত”: এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

রথীন্দ্র মঞ্চ, জোরাসাঁকো ঠাকুরবাড়িতে সম্প্রতি দ্য কনফ্লুয়েন্স আয়োজন করল এক মনোমুগ্ধকর শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা, “রাগ সংগীত”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী, সেতার বাদক পণ্ডিত পার্থ বোস, পণ্ডিত কৌশিক ভট্টাচার্য এবং শাস্ত্রীয় গায়িকা তন্নিষ্ঠা মাইতি।

সূচনা: তবলায় ঐশিক ভট্টাচার্য

সন্ধ্যার সূচনা হয় তবলায় ঐশিক ভট্টাচার্যের মন্ত্রমুগ্ধকর একক পারফর্মেন্স দিয়ে। তিনি ‘তিনতাল’ বাজিয়ে শ্রোতাদের মন জয় করেন, তাকে হারমোনিয়ামে সঙ্গত করেন তিয়াসা কারার। ঐশিকের বাজনার সূক্ষ্মতা এবং নৈপুণ্যতা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

তন্নিষ্ঠা মাইতির গানে রাগ ‘পুরিয়া ধনশ্রী’ ও ‘কাজরী’

এরপর মঞ্চে আসেন শাস্ত্রীয় গায়িকা তন্নিষ্ঠা মাইতি। তিনি রাগ ‘পুরিয়া ধনশ্রী’ এবং ‘কাজরী’ পরিবেশন করেন। তাকে তবলায় সঙ্গত করেন পিন্টু

error: Content is protected !!