পুজোর ঠোঁটের সাজ হোক নিখুঁত, কালচে দাগ লুকানোর উপায় শিখে নিন

পুজোর ঠোঁটের সাজ হোক নিখুঁত, কালচে দাগ লুকানোর উপায় শিখে নিন

ঠোঁট কালচে হওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত রোদে থাকা, ধূমপানের অভ্যাস, বা অতিরিক্ত কফি পান করা। এই কারণে ঠোঁটের ত্বকের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। ঠোঁট আর্দ্রতা হারালে এবং শুষ্ক হয়ে গেলে কালো দাগ বা ছোপ দেখা দিতে পারে। এমনকি গাঢ় রঙের লিপস্টিক লাগালেও এই দাগ পুরোপুরি ঢাকা সম্ভব হয় না। ঠোঁটের ত্বককে নরম এবং উজ্জ্বল রাখতে নিয়মিত শসার রস বা কাঠবাদামের তেল ব্যবহার করা যেতে পারে।

ঠোঁটের যত্নে প্রাকৃতিক উপায়

গোলাপজলও ঠোঁটের কালো দাগ দূর করতে দারুণ কার্যকরী। তুলোতে গোলাপজল ভিজিয়ে ঠোঁটের চারপাশে ভালোভাবে ব্যবহার করুন। এটি নিয়মিত করলে ঠোঁটের ত্বকে প্রাকৃতিক গোলাপি আভা ফিরে আসবে।

error: Content is protected !!