টেক্কা টিজার: স্কুলছাত্রী অপহরণ ও বিচার দাবিতে দেব, থামাতে মরিয়া রুক্মিণী, অস্থির স্বস্তিকা

পুজোর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘টেক্কা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।
টিজার পোস্ট করে ছবির প্রধান চরিত্র দেব লেখেন, “বিদ্রোহ ও প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি…”। তিনি আরও জানান, ‘বেশ বড় বাজি রাখা হয়েছে। সব পদক্ষেপই জুয়া। খেলা চলছে… খেলার সাহস আছে তো?
দেবের নতুন সিনেমা ‘টেক্কা’: জোকারের চরিত্র ইকলাখের উন্মোচন

পুজোর আগে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘টেক্কা’। ধীরে ধীরে ছবির অভিনেতাদের চরিত্র এবং লুক প্রকাশ করা হচ্ছে। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রর পর এবার দেব নিজেই তাঁর চরিত্রের পরিচয় দিলেন। তিনি হলেন ‘টেক্কার’ জোকার, যাঁর নাম ইকলাখ।
দেব সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তাসের জোকারের প্রতীক এবং হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর চোখে-মুখে একটি অদ্ভুত কষ্টের ছাপ। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক… এবার পুজোয় দেখা হবে টেক্কার সঙ্গে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, “মরিয়া হয়ে গেলে আর কোনও নিয়ম মানে না, নিজে নিয়ম বানায়। জ্যাক পথে নামলে শোরগোল