কলকাতায় ট্রামের শেষ যাত্রা: শুধুই থাকবে স্মৃতির জয়রাইড

২৪ সেপ্টেম্বর ২০২৪: প্রতিটি শহরের নিজস্ব গন্ধের মতোই কিছু নির্দিষ্ট শব্দ থাকে, যা তাকে আলাদা পরিচিতি দেয়। সেই শব্দগুলোই শহরের এক টুকরো স্মৃতির দানা বেঁধে আমাদের মনে জায়গা করে নেয়। কলকাতার জন্য সেই স্মৃতিবিজড়িত শব্দগুলোর অন্যতম ছিল ট্রামের চাকার টানা টানা শব্দ, যা আমাদের শৈশব এবং প্রথম প্রেমের স্মৃতি ফিরিয়ে আনে। কিন্তু সেই নস্টালজিয়ার দিনগুলো এবার শেষের পথে, কারণ কলকাতায় আর চলবে না ট্রাম।
কলকাতা ছিল ভারতের একমাত্র শহর, যেখানে এখনও ট্রাম চলাচল করত। কিন্তু এবার সেই ঐতিহ্যবাহী যাত্রা প্রায় সম্পূর্ণভাবে বন্ধের মুখে। কোভিডের সময় থেকেই শহরের একের পর এক ট্রাম রুট বন্ধ হয়ে গেছে, আর বর্তমানে মাত্র চারটি