চিজ গার্লিক ব্রেড রেসিপি: বাড়িতেই বানান রেস্তোরাঁর স্বাদ

চিজ গার্লিক ব্রেড একটি সুস্বাদু ও জনপ্রিয় স্ন্যাক্স, যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। মাখন, রসুন, চিজ ও মসলা মিশিয়ে ব্রেড বেক করে বা প্যানে রান্না করলেই তৈরি হয়ে যায় এই মজাদার খাবার। এটি টমেটো কেচাপ বা মেয়োনিজের সাথে পরিবেশন করা যায়।