কোথায়, কীভাবে, কোন টাই পরবেন

রং, নকশা, কাপড় কিংবা কাট সব মিলিয়ে টাইয়ের ধরন অগণিত। ফলে ঠিকঠাক টাই বাছাই করতে গিয়ে পড়তে হয় দ্বিধায়। এমনকি যাঁরা নিয়মিত টাই পরেন, তাঁদেরও পোহাতে হয় এই ভোগান্তি। নিজের জন্য সঠিক টাই বাছাই করতে মাথায় রাখতে হয় দৈহিক আকৃতি, শার্টের রং, নকশা, কলার ও উপলক্ষের মতো বিষয়গুলো। এখানে থাকছে নিজের জন্য মানানসই টাই নির্বাচনে তেমনি কিছু টিপস।
দৈর্ঘ্য ও প্রস্থ
টাই নির্বাচনের জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক অনুপাতের টাই বাছাই করা। এ ক্ষেত্রে আপনার দৈহিক আকৃতির অনুপাতে টাই নির্বাচন করুন। আপনি পাতলা গড়নের হলে অধিক প্রস্থের টাই এড়িয়ে চলুন। দৈর্ঘ্যের ক্ষেত্রে টাইয়ের শেষ প্রান্ত ঠিক বেল্ট