আজ শুভ কৃষ্ণ জন্মাষ্টমী

জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণের জন্মদিবস হিসেবে উদযাপিত একটি ধর্মীয় উৎসব। মথুরা, যেখানে দানব রাজা কংস রাজত্ব করতেন, সেখানেই শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সেই সময় ছিল মধ্যরাত্রি এবং রোহিণী নক্ষত্রের উদয়। এই কারণে, কৃষ্ণাষ্টমী প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করে।

কৃষ্ণ জন্মাষ্টমী মুহুরত:

যখন অষ্টমী মধ্যরাত্রির সময় বিদ্যমান থাকে, তখন উপবাস পরের দিন রাখা উচিত।

যদি দ্বিতীয় দিন মধ্যরাত্রি পর্যন্ত অষ্টমী তিথি বিদ্যমান থাকে, তবে উপবাস দ্বিতীয় দিনেই রাখা উচিত।

যদি দুই দিনের মধ্যে একদিন রাত্রির সময় অষ্টমী এবং রোহিণী নক্ষত্র বিদ্যমান থাকে, তবে সেই রাতের পরের দিন উপবাস রাখতে হবে।

যদি দুই

রাখীবন্ধন উৎসব: ভাই-বোনের পবিত্র বন্ধনের প্রতীক

রাখীবন্ধন উৎসব: ভাই-বোনের পবিত্র বন্ধনের প্রতীক

রাখী বন্ধন বা রাখী পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি ভাই-বোনের ভালবাসা উদযাপনের দিন। এই দিনে বোন তার ভাইয়ের মঙ্গল কামনা করে তার হাতে রাখী বাঁধে, আর ভাই তার বোনের সুরক্ষা নিশ্চিত করার প্রতিজ্ঞা করে। রাখী বন্ধনকে কিছু অঞ্চলে ‘রাখরি’ নামেও ডাকা হয়। এটি ভারতের অন্যতম প্রধান উৎসব।

রাখী বন্ধন মুহুর্ত

রাখী বন্ধন এমন দিনে পালিত হয়, যখন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অপরাহ্ন কালে থাকে। তবে নিম্নলিখিত নিয়মগুলি অবশ্যই বিবেচনা করতে হবে:

যদি ভদ্রা অপরাহ্ন কালে পূর্ণিমা তিথিতে পড়ে, তাহলে সেই সময়ে রাখী বন্ধন অনুষ্ঠান করা যায় না। এক্ষেত্রে, যদি পরের দিন প্রথম তিন মুহুর্তে পূর্ণিমা থাকে

error: Content is protected !!