এ বারের বড়দিনে অ্যাকশন অবতারে দেব, মুক্তি পেল ‘খাদান’ ছবির টিজার

বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে। সুজিত রিনো দত্ত তাঁর বহুচর্চিত ছবি ‘খাদান’। সিনেমার টিজার সামনে আসলো আজ বৃহস্পতিবার। পুলিশের পোশাক ছেড়ে এবার মাফিয়া লুকে দেব ৷ অ্যাকশন চরিত্রে দেব আরও রাফ অ্যান্ড টাফ ৷ খাদান-এ ইধিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দেবকে। কয়লাখনিতে মাফিয়া রাজ, বন্ধুত্ব-ভালোবাসা ও মারকাটারি অ্যাকশন, বিনোদন ও মশালার ভরপুর আমেজ রয়েছে এই টিজারে ৷
এই ছবি ঘিরে বাংলা ছবিতে নাকি ফের বলিউড-যোগ ঘটতে চলেছে। উঠে আসছে দু’টি নাম— বিদ্যুৎ জামওয়াল অথবা সুনীল শেট্টি। এঁদের এক জনকে ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলা ছবিতে এর আগে কয়লাখনিকে বিষয় করা হয়নি। সেখানকার মানুষদের