জুনিয়র ডাক্তারদের পাশে সাধারণ মানুষ: খাবার, জল, ওআরএস নিয়ে দাঁড়ালেন সবাই

১১ সেপ্টেম্বর ২০২৪: জল, খাবার, ওআরএস, বিস্কুট—এভাবেই সাধারণ মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাহায্য করতে। সবাই যে কাছের বাসিন্দা, তা নয়। কেউ এসেছেন গড়িয়া থেকে, কেউ মুকুন্দপুর থেকে, আবার কেউ কলেজ স্কোয়ার বা সিঁথি থেকে। সবাই এসেছেন একটাই দাবিতে, আর তা হল—’আরজি কড়ের জন্য ন্যায় চাই’। নিজেদের দায়িত্বে বেঁধে থাকতে না পারলেও, যাঁরা দিনের পর দিন এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তাঁরা—’আমরা একসঙ্গে আছি, আমাদের একটাই লক্ষ্য—বিচার চাই।’
একইভাবে, পঞ্চম শ্রেণির এক ছোট্ট ছাত্রও মঙ্গলবার রাতে তার মায়ের সঙ্গে এসে হাজির হয় স্বাস্থ্য ভবনের সামনে। তার ইচ্ছা ছিল, জুনিয়র ডাক্তারদের