কোল্ডপ্লে’র ক্রিস মার্টিন ও ডাকোটা জনসন কুম্ভমেলায়: আধ্যাত্মিক অভিজ্ঞতার খোঁজে

কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন এবং তাঁর বান্ধবী ডাকোটা জনসন সম্প্রতি ভারতের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন। গেরুয়া রঙের পোশাক পরিহিত এই দম্পতি আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের জন্য মেলায় উপস্থিত হন, যা ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁদের গভীর আগ্রহের পরিচায়ক।
মাতৃত্বের প্রতিমূর্তি: শশধর মজুমদারের শ্রীশ্রীমা দর্শনের অভিজ্ঞতা

শশধর মজুমদার দশ বৎসর বয়সে গর্ভধারিনীকে হারাইয়াছিলেন। তিনি অতিশয় মাতৃভক্ত ছিলেন, গর্ভধারিনীর মৃত্যুর পর ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের সময় তাঁহারই মূর্ত্তি ধ্যান করিতেন। শ্রীশ্রীমাকে প্রথম দর্শনদিবসে সাষ্ঠাঙ্গে প্রণাম করিয়া যখন তিনি উঠিয়া দাঁড়াইলেন, দেখিলেন, তাঁহার সেই পুণ্যময়ী গর্ভধারিনীই যেন তাঁহাকে বক্ষে টানিয়া লইয়াছেন।স্থানকাল ভুলিয়া তিনি কাঁদিতে লাগিলেন — মা, ওমা, তুমি এতদিন কোথায় ছিলে?
মা বলিলেন, — এই তো বাবা, আমি রয়েছি, তোমার ভয় কি?
পরবর্ত্তী কালে শশধর একদিন শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, — আচ্ছা মা, লোকে তোমাকে কত কি বলে, তুমি বলতো কোনটা সত্যি। একটু সময় চুপ থাকিয়া মা বলিলেন, — লোকে যা-ই বলুক-না বাবা, তোমার কি মনে হয়?