হাওড়া ময়দানে এসভিএফ সিনেমাসের নতুন প্রাঙ্গণে ‘বহুরূপী’র সাফল্য উদযাপন

হাওড়া ময়দানে এসভিএফ সিনেমাসের নতুন প্রাঙ্গণে ‘বহুরূপী’র সাফল্য উদযাপন

পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় বড় পর্দার আবেগ ফিরিয়ে আনার অঙ্গীকারে এসভিএফ সিনেমাস আরও একধাপ এগিয়ে গেল। হাওড়া ময়দানে তাদের নতুন প্রাঙ্গণে সম্প্রতি উদযাপিত হলো ‘বহুরূপী’ সিনেমার অসামান্য সাফল্য। এসভিএফ সিনেমাসের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি ₹২ কোটি আয় করেছে, যা তার সর্বভারতীয় ₹১৫ কোটির সংগ্রহের একটি বড় অংশ।

এই অনুষ্ঠান শুধু ছবিটির সাফল্যের কাহিনীকে তুলে ধরেনি, বরং বাংলার চলচ্চিত্র সংস্কৃতি পুনরুজ্জীবিত করার এসভিএফ সিনেমাসের প্রতিশ্রুতিও নতুন করে তুলে ধরেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বহুরূপী’র প্রখ্যাত পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রধান অভিনেতা আবির চট্টোপাধ্যায়, সুরকার বনির চক্রবর্তী, এবং গায়িকা শ্রেষ্ঠা দাস। শ্রেষ্ঠা প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন এবং “ডাকাতিয়া বাঁশি”, “তুই আমাদের হয়ে

error: Content is protected !!