ইয়ালিনির প্রথম জন্মদিন: জগন্নাথ দেবের পুষ্প অভিষেক ও বিশেষ উদযাপন

ইয়ালিনির প্রথম জন্মদিন উপলক্ষে রাজ চক্রবর্তী ও শুভশ্রী চক্রবর্তী এক বিশেষ আধ্যাত্মিক উদযাপন আয়োজন করেন। এদিন তাঁরা ছোট্ট ইয়ালিনির মঙ্গলকামনায় জগন্নাথ দেবের পুষ্প অভিষেক করেন, যা ছিল অত্যন্ত সুরম্য ও আবেগপূর্ণ। অনুষ্ঠানটি শুরু হয়েছিল শুভশ্রীর উদ্যোগে, যেখানে ইসকনের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন।

View this post on Instagram A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

শুভশ্রী গোলাপী শাড়ি এবং সোনালী গয়নায় সজ্জিত হয়ে পুষ্প অভিষেকের সময় উপস্থিত হন। তাঁর কোলে ছোট্ট ইয়ালিনি, যে সেদিন একটি সুন্দর গোলাপী ফুলের পোশাকে ছিল, যেন এক ছোট্ট দেবতী!

error: Content is protected !!