শ্রীমা সারদা দেবীর পদার্পণ উৎসবে আজ মুখর বাগবাজার! মঙ্গলারতি, পূজা, ভোগে ভক্তদের ঢল

আজ ৩০ মে, বাগবাজারে উদযাপিত হচ্ছে শ্রীমা সারদা দেবীর পদার্পণ উৎসব। ১৯০৯ সালের এই দিনেই মা এসেছিলেন উত্তর কলকাতার এই ঐতিহাসিক আশ্রমে। মঙ্গলারতি, পূজা, হোম, নামসংকীর্তনে মুখর আজকের বাগবাজার।