মেসি মানেই জয়! জোড়া গোল করে রোনাল্ডোকে ছাপিয়ে ইতিহাস গড়লেন এলএম১০, বিধ্বস্ত নিউইয়র্ক রেড বুলস

মেজর লিগ সকারে আবার ঝলসে উঠলেন লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে রোনাল্ডোর নন-পেনাল্টি গোলের রেকর্ড ভেঙে দিলেন মেসি। তাঁর নেতৃত্বে ইন্টার মায়ামি ৫-১ ব্যবধানে জয়লাভ করে পয়েন্ট তালিকায় উঠে এল পঞ্চম স্থানে।
শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! দুরন্ত ফর্মে শীর্ষে চোখ ইন্টার মায়ামির

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল করে ফের শিরোনামে লিওনেল মেসি। তাঁর অবিশ্বাস্য ফর্মে মেজর লিগ সকারে শীর্ষে চোখ ইন্টার মায়ামির।