‘ইয়ুঁ হি চলাচল রাহি…’, উড়ল তেরঙ্গা, বাঁধ ভাঙল আবেগ, দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্ল

মহাকাশযাত্রা শেষ করে অবশেষে ঘরে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে পরিবার-পরিজন। তেরঙ্গায় মুড়ে উঠল দেশ, আবেগে ভেসে উঠলেন সকলেই।

সফল উৎক্ষেপণ! দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসেবে মহাকাশে শুভাংশু, স্পেসএক্স ‘ড্রাগন’-এর মাধ্যমে নতুন ইতিহাস

সফল উৎক্ষেপণ! দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসেবে মহাকাশে শুভাংশু, স্পেসএক্স 'ড্রাগন'-এর মাধ্যমে নতুন ইতিহাস

১২টা ১ মিনিটে সফল উৎক্ষেপণ! স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে উড়ে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। ৪১ বছর পর মহাকাশে পা রাখলেন দ্বিতীয় ভারতীয়। অভিযান ‘অ্যাক্সিয়ম-৪’ ঘিরে নতুন ইতিহাস।

error: Content is protected !!