‘ইয়ুঁ হি চলাচল রাহি…’, উড়ল তেরঙ্গা, বাঁধ ভাঙল আবেগ, দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্ল

মহাকাশযাত্রা শেষ করে অবশেষে ঘরে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে পরিবার-পরিজন। তেরঙ্গায় মুড়ে উঠল দেশ, আবেগে ভেসে উঠলেন সকলেই।

error: Content is protected !!