বিয়ের আনন্দে বাড়াবাড়ি! কেক কাটার পর নববধূর মুখ কেকের ভেতর চেপে ধরলেন বর, তারপর যা ঘটল…

বিয়ের মঞ্চে নবদম্পতির কেক কাটার মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক কাণ্ড। আনন্দে আত্মহারা হয়ে স্ত্রীর মুখ কেকের মধ্যে চেপে ধরলেন বর। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
শাহরুখ খানের ক্যারিশমায় মাত দিল্লির বিয়েবাড়ি! পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন কিং খান?

শাহরুখ খান মানেই জাদু, ক্যারিশমা আর বিনোদনের ঝড়। সম্প্রতি এমনই এক ঝড় বয়ে গেল দিল্লির একটি বিয়েবাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে শাহরুখকে স্টেজ মাতাতে। কখনও ‘ঝুমে জো পাঠান’ গানে নাচ, কখনও বা ‘জব তক হ্যায় জান’ ছবির বিখ্যাত ডায়লগ বলে উপস্থিত সকলকে মুগ্ধ করতে দেখা যায় তাঁকে। এমনকি নতুন বর-কনের সঙ্গে মঞ্চে মিষ্টি মুহূর্তও ভাগ করে নেন তিনি। আর এতসবের জন্য কিং খান কত পারিশ্রমিক নিলেন, তা নিয়েই এখন তুমুল কৌতূহল।
কী ঘটেছে?
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, দিল্লির একটি বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কখনও গানের তালে নাচছেন, কখনও কনের সৌন্দর্যের প্রশংসা করছেন।