প্রভুভক্ত বোজি: ইস্তানবুলের সারমেয়র প্রভুভক্তির কাহিনি

প্রভুভক্ত বোজি: ইস্তানবুলের সারমেয়র প্রভুভক্তির কাহিনি

অম্বিকা কুন্ডু, কলকাতাঃ ছোটবেলা থেকেই আমরা জানি কুকুর হল প্রভুভক্ত প্রাণী। এই প্রাণীকে নিয়ে আমরা অনেক রচনা লিখেছি ,পড়েছি অনেক গল্প, কবিতা। কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলার কারণ কেউ যদি তাকে একবার খেতে দেয় বা আদর করে তবে সে সারা জীবন সেই মানুষটিকে মনে রাখে।

বইতে পড়া সমস্ত বাক্যকে সঠিক প্রমাণ করেছে তুরস্কের একটি কুকুর। সে তার প্রভুকে স্মরণ করে প্রত্যেকদিন প্রাইস কুড়ি কিলোমিটার এর বেশি যাতায়াত করে। তুরস্কের এই কুকুরটির নাম বোজি। তাকে তুরস্কের ইস্তাবুলের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে দেখা যায়। তার গঠন সোনালী পশম ,ফ্লাপি কান এবং কালো চোখ।

‘বোজি’

সে প্রত্যেকদিন সকালে ৮টার সময় মেট্রোতে করে ৩০

error: Content is protected !!