আরজি কর-কাণ্ডের ছায়া নিয়ে তৈরি হচ্ছে টলিউডের নতুন ছবি ‘দানব’

আরজি কর-কাণ্ডের ছায়া নিয়ে তৈরি হচ্ছে টলিউডের নতুন ছবি 'দানব'

টলিউড পরিচালক আতিউল ইসলাম বাস্তব ঘটনাকে উপজীব্য করে তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘দানব’। সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে আলোড়ন তোলা আরজি কর-কাণ্ডের ছায়া রয়েছে এই ছবির গল্পে। আতিউল জানান, এই ছবির মূল গল্প আগেই লেখা ছিল, তবে আরজি কর-কাণ্ডের ঘটনার পর গল্পটিকে সামান্য পরিবর্তন করে বর্তমান প্রেক্ষাপটে উপযোগী করা হয়েছে। যদিও পুরোপুরি আরজি করের ঘটনা নয়, তবুও হাসপাতাল এবং নারী নির্যাতনের মতো বিষয়গুলো ছবিতে তুলে ধরা হবে।

এই ছবির শুটিং শুরু হবে মুর্শিদাবাদে, আগামী ১৮ তারিখ থেকে। পরিচালক আতিউল বলেছেন, “গল্পের প্রেক্ষাপট মুর্শিদাবাদ, এবং সেই জায়গার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক থাকায় পরিচিত পরিবেশে কাজ করা সহজ হবে। তাই কলকাতার পরিবর্তে

error: Content is protected !!