‘শিল্পীদের পেট কীভাবে চলবে?’: শিলাজিতের প্রশ্ন, পাশে দাঁড়ালেন দেব

'শিল্পীদের পেট কীভাবে চলবে?': শিলাজিতের প্রশ্ন, পাশে দাঁড়ালেন দেব

সাম্প্রতিককালে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবির পোস্টার প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়েন তিনি। একইভাবে শোয়ের ঘোষণা করেও নানান শিল্পী, বিশেষত সঙ্গীতশিল্পীরা পড়ছেন সমালোচনার মুখে। এই পরিস্থিতিতে শিল্পীদের হয়ে মুখ খুললেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা শিলাজিত্‍। তাঁর প্রশ্ন, “শিল্পীরা যদি কাজ না করেন, অভিনয় না করেন, তাহলে তাদের পেট চলবে কী করে?” শিলাজিতের এই বক্তব্যকে সমর্থন করে দেবও সেই ভিডিয়োটি শেয়ার করেছেন।

ভিডিওতে শিলাজিত বলেন, “আমরা শিল্পীরা, গায়ক, অভিনেতারা যখন নিজেদের কাজের কথা জানাই, তখন দেখি অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু আমাদেরও একটা পেশা আছে। যেমন একজন চাষী চাষ করে, একজন রাজনীতিবিদ রাজনীতি করেন, একজন ইঞ্জিনিয়ার

error: Content is protected !!