বেলুড় মঠে সকাল থেকেই ভক্তদের ঢল
স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে ভোর থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের ব্যস্ততা। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও সারা দেশে উদযাপিত হচ্ছে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে মঠ চত্বর ও তার আশপাশে জমায়েত হয়েছেন অগণিত ভক্ত ও দর্শনার্থী।

মঙ্গলারতি দিয়ে শুরু পুজোর আয়োজন
ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে দিনের পুজো শুরু হয়। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।
প্রভাতফেরিতে স্কুল-কলেজের পড়ুয়াদের অংশগ্রহণ
সকাল থেকেই বিভিন্ন স্কুল ও ক্লাবের পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়। হাতে স্বামীজির ছবি, গলায় ঠাকুরের গান, ও মন ভরানো উজ্জ্বল শোভাযাত্রা নিয়ে শিক্ষার্থীরা মঠে আসেন। মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করেন এবং স্বামীজির আদর্শ ও বাণীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

অস্থায়ী মণ্ডপে ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা
মন্দিরের বাঁ দিকে অস্থায়ী মণ্ডপে আয়োজন করা হয়েছে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান। স্বামীজির জীবনী পাঠ, বেদপাঠ, ভজন ও ভক্তিগীতি পরিবেশিত হয়। দুপুর তিনটায় আয়োজিত ধর্মসভায় স্বামীজির আদর্শ ও তার বাণীর উপর আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিরা।

দিনব্যাপী কর্মসূচি এবং সন্ধ্যারতি
দিনব্যাপী এই অনুষ্ঠানের শেষ পর্বে আছে সন্ধ্যারতি। এই মহতী আয়োজনের মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করবেন হাজারো ভক্ত।

স্বামীজির জন্মতিথির এই আয়োজন শুধু বেলুড় মঠেই নয়, তার জন্মস্থান এবং দেশের বিভিন্ন প্রান্তেও উদযাপিত হচ্ছে। দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে স্বামীজির আদর্শ আজও সমান প্রাসঙ্গিক।