দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

৪০ বছর পর ইতিহাস! মহাকাশে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার শুভাংশু শুক্ল, ‘ড্রাগন’-এ পাড়ি দেবে ‘অ্যাক্সিয়ম-৪’ মিশন

৪০ বছর পর ইতিহাস! মহাকাশে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার শুভাংশু শুক্ল, ‘ড্রাগন’-এ পাড়ি দেবে ‘অ্যাক্সিয়ম-৪’ মিশন

ভারতের মহাকাশ অভিযানে আবারও এক নতুন ইতিহাস লেখা হতে চলেছে। রাকেশ শর্মার পর ৪০ বছর পরে এক ভারতীয় নভশ্চর পাড়ি দিচ্ছেন মহাকাশে! লখনউয়ের বীর সন্তান, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল-কে নিয়ে মহাকাশে পাড়ি দেবে স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযান। ঐতিহাসিক এই অভিযানটির নাম ‘অ্যাক্সিয়ম-৪’ (Ax-4)

🚀 অভিযানের নেতৃত্বে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু
শুভাংশুই এই অভিযানের মিশন কমান্ডার। তিনিই মহাকাশযানটি পরিচালনা করবেন। মিগ-২১, সু-৩০, জাগুয়ারের মতো যুদ্ধবিমান ওড়ানোর পর এবার তাঁর কাঁধে মহাকাশযাত্রার গুরুদায়িত্ব। এক বছরেরও বেশি সময় ধরে নাসা ও স্পেসএক্স-এর কাছে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

উৎক্ষেপণ মঙ্গলবার সকালে
সব ঠিক থাকলে মঙ্গলবার সকাল ৮টা ২২ মিনিটে (IST) ‘ড্রাগন’ যান উৎক্ষেপিত হবে ফ্যালকন ৯ রকেটে করে, ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ৩৯এ থেকে। যদি কোনও কারণে উৎক্ষেপণ সম্ভব না হয়, তাহলে বুধবার আবার চেষ্টা করা হবে।

🌍 ১৪ দিনের মহাকাশ যাত্রা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযান
শুভাংশুর সঙ্গে থাকবেন—
🔹 নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন
🔹 পোল্যান্ডের নভশ্চর স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি
🔹 হাঙ্গেরির নভশ্চর টিবর কাপু

এঁরা মোট ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) কাটাবেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন গবেষণা চালাবেন।

🛰️ স্পেসএক্সের ‘ড্রাগন’ যান: প্রথম বাণিজ্যিক অভিযানের অংশ
ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স তৈরি করেছে এই ‘ড্রাগন’ মহাকাশযান। এটি একটি বাণিজ্যিক উদ্যোগের অংশ। নাসা ও Axiom Space-এর যৌথ প্রকল্প হিসেবে, এটি মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

ভারতের জন্য গর্বের মুহূর্ত
শুভাংশুর এই অভিযানে নির্বাচিত হওয়ার পিছনে রয়েছে ISRO-এর প্রাথমিক বাছাই। তিনিই মূল নভশ্চর, তাঁর বিকল্প হিসাবে রাখা হয় প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার-কে।

এই মিশন শুধুমাত্র ভারতের জন্য নয়, বিশ্ববিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
মহাকাশে ভারতের গর্বের পতাকা ওড়াবেন শুভাংশু শুক্ল। তাঁর এই যাত্রা অনুপ্রেরণা দেবে লক্ষ তরুণকে। দেশজুড়ে শুভকামনার জোয়ার, অপেক্ষা এখন শুধু সেই ঐতিহাসিক মুহূর্তটির—যখন আবারও এক ভারতীয় নভশ্চর মহাকাশ ছুঁবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!