দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা শিবপ্রসাদের, ‘মালাচন্দন’ গানে টলিউড দেখল অভিনব প্রেম-সম্মোহন

শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা শিবপ্রসাদের, 'মালাচন্দন' গানে টলিউড দেখল অভিনব প্রেম-সম্মোহন

কলকাতা: প্রেম, অভিমান, রাগ, বিরহ, ঘনিষ্ঠতা—সব কিছু একসঙ্গে ধরা দিল একটিমাত্র গানে। উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ‘আমার বস’-এর নতুন গান ‘মালাচন্দন’ ইতিমধ্যেই মুগ্ধ করে দিয়েছে দর্শকদের। গানের দৃশ্যায়নে দেখা গেল এক অভিনব প্রেমের রূপ—শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে কবিতা লিখছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একরাশ সম্মোহন ছড়িয়ে দিল এই মুহূর্তটি।

শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা শিবপ্রসাদের, 'মালাচন্দন' গানে টলিউড দেখল অভিনব প্রেম-সম্মোহন

এই গানের কথা ও সুর দুটোই করেছেন অনুপম রায়। গেয়েছেনও তিনিই। তাঁর কণ্ঠে যেন এক আলাদা আবেগের ছোঁয়া, যা হৃদয় ছুঁয়ে যায়।

গানের দৃশ্যে যেভাবে ঘনিষ্ঠতাকে প্রকাশ করা হয়েছে, তাতে চমকে উঠেছেন অনেকে। তবে কোথাও কোনো অশ্লীলতা নেই। বরং প্রেম আর আবেগের এক নিটোল ভাষা ফুটে উঠেছে পরিচালক এবং চিত্রগ্রাহকের মুনশিয়ানায়।

গানে প্রেম যেমন আছে, তেমনই আছে অভিমান আর সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত। তবে মিল হবে না বিচ্ছেদ—তা জানাবে সময়। শ্রাবন্তী-শিবপ্রসাদের রসায়ন ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে।

দর্শকেরা বলছেন, এমন সংবেদনশীল উপস্থাপন অনেকদিন পর টলিউডে দেখা গেল।

‘মালাচন্দন’-এর মাধ্যমে একটি গান আবার প্রমাণ করল—রোম্যান্স মানেই শুধু শরীরী উত্তাপ নয়, প্রেম মানে হৃদয়ের গল্পও হয়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!