দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বাংলাদেশের সন্টু ইমনের জন্য গেয়েছিল গান, মৃত্যুর পর ভাইরাল হলো সেই ভিডিও, নেটিজেনদের চোখ ভিজে গেল।

বাংলাদেশের সন্টু ইমনের জন্য গেয়েছিল গান, মৃত্যুর পর ভাইরাল হলো সেই ভিডিও, নেটিজেনদের চোখ ভিজে গেল।

সন্টু ছিল এক অপূর্ব, চঞ্চল হাওয়া, যে একসময় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতো। কিন্তু দুঃখজনকভাবে ২ মার্চ রবিবার রাতে সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়। বাংলাদেশের সেই জনপ্রিয় সারমেয় পায়ের চোট নিয়ে ভুগছিল এবং মাত্র আট বছর বয়সেই তার ‘ঝাকানাকা’ পথ চলা শেষ হয়ে গেল। তবে, তার এই আকস্মিক চলে যাওয়ার পরেও নেটিজেনদের মধ্যে কিছুটা হাসির পরিবেশ তৈরি করতে সন্টুর ‘বদ ময়না’ বা তনুশ্রী তার শেষ গান গাওয়ার ভিডিওটি শেয়ার করেছেন।

এই পুরনো ভিডিওতে দেখা যাচ্ছে, ময়না সন্টুকে বলছে, “অনেক দিন তোমার গান শোনা হয়নি, গান শোনাবে?” কিন্তু সন্টু তাকে গুরুত্ব না দিলে, ময়না মন্তব্য করেন, “গান গাওয়ার কথা বললে এত দাম কেন তোমার?” তারপরই তনুশ্রী শুরু করেন অনুপম রায় এবং ইমন চক্রবর্তীর বিখ্যাত গান ‘তুমি যাকে ভালোবাসো’ গাওয়ার জন্য, আর সন্টু তার সঙ্গে গলা মিলিয়ে গাইতে থাকে। এমন দৃশ্য দেখে সবাই হাসিতে ভরে ওঠে। তনুশ্রী তার পোস্টে জানান, এই গান গাওয়ার পেছনে ছিল ইমন চক্রবর্তীর বিশেষ প্রভাব।

বাংলাদেশের সন্টু ইমনের জন্য গেয়েছিল গান, মৃত্যুর পর ভাইরাল হলো সেই ভিডিও, নেটিজেনদের চোখ ভিজে গেল।

তনুশ্রী লিখেছেন, “আমার মা পাখির নিজের ভাষায় শেষ গানটা গাওয়ার চেষ্টা ছিল এটা… আগামী ২২ এবং ২৩ মার্চ নজরুল মঞ্চে ইমনদির বড় অনুষ্ঠান রয়েছে। দিদি আমাকে বলেছিল সন্টু বুড়ি যেন তার বেবিসদের জানিয়ে দেয় টিকিট কাটার জন্য। কিন্তু মায়ের পায়ের ব্যথা নিয়েও সে সে চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত সে তার বেবিসদের জানিয়ে যেতে পারল না… তার সব গান চিরতরে শেষ হয়ে গেছে।” পোস্টের শেষে তনুশ্রী ইমনকে ট্যাগ করে আরও লিখেছেন, “আমি বলেছিলাম, যদি ইন্ডিয়াতে তোমাকে নিয়ে যেতে পারি তোকে গান শোনাতে নিয়ে যাবো… কিন্তু মা রে, আর কোনোদিন তোকে কোথাও নিয়ে যেতে পারবো না।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!