দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কোয়েল মল্লিকের জন্মদিনে প্রকাশ পেল ‘সোনার কেল্লায় যকের ধন’-এর অফিসিয়াল মোশন পোস্টার

কোয়েল মল্লিকের জন্মদিনে প্রকাশ পেল ‘সোনার কেল্লায় যকের ধন’-এর অফিসিয়াল মোশন পোস্টার

কোয়েল মল্লিকের জন্মদিনের বিশেষ দিনে দর্শকদের জন্য এল দারুণ চমক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’-এর অফিসিয়াল মোশন পোস্টার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায় ও সুপ্রভাত দাস।

কোয়েল মল্লিকের জন্মদিনে প্রকাশ পেল ‘সোনার কেল্লায় যকের ধন’-এর অফিসিয়াল মোশন পোস্টার

সোনার কেল্লায় যকের ধন’ হচ্ছে জনপ্রিয় যকের ধন সিরিজের তৃতীয় পর্ব। এতে আগের ছবির প্রিয় ত্রয়ী — ডঃ রুবি চট্টোপাধ্যায় (কোয়েল মল্লিক), বিমল (পরমব্রত চট্টোপাধ্যায়) ও কুমার (গৌরব চক্রবর্তী) — আবার ফিরছেন নতুন অভিযানের পথে।

ছবির গল্পের কেন্দ্রে থাকছে বড় হয়ে ওঠা মুকুলের চরিত্র, যেখানে অভিনয় করেছেন সুপ্রভাত দাস। অতীত জীবনের স্মৃতি ফিরে আসার পর মুকুলকে নিয়ে রুবি, বিমল এবং কুমার বেরিয়ে পড়বেন এক দুর্ধর্ষ অভিযানে — সোনার কেল্লায় পরশপাথর (Philosopher’s Stone) খুঁজে পাওয়ার জন্য।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সিনেমাটি সত্যজিৎ রায়ের ১৯৭১ সালের কালজয়ী সৃষ্টি ‘সোনার কেল্লা’-র এক প্রকার স্পিন-অফ, যেখানে পুরনো স্মৃতির সাথে আধুনিক রহস্যের সংমিশ্রণ দেখা যাবে। সায়ন্তন ঘোষালের পরিচালনায় নির্মিত এই রোমাঞ্চকর ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩০শে মে প্রেক্ষাগৃহে।

দর্শকরা ইতিমধ্যেই ছবির মোশন পোস্টার দেখে বেশ উচ্ছ্বসিত। এখন শুধু অপেক্ষা — বড় পর্দায় রোমাঞ্চকর অভিযানের সাক্ষী থাকার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!