অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার, সহকারী ধ্রুব জুরেল
হায়দরাবাদ: এশিয়া কাপে জায়গা না-পাওয়ার পরই বড় দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে দুইটি মাল্টি-ডে ম্যাচে ভারতীয়-এ দলের অধিনায়কত্ব করবেন মুম্বই ব্যাটার। শনিবার বিসিসিআই ভারতীয়-এ স্কোয়াড ঘোষণা করে জানিয়েছে, দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল।
এশিয়া কাপ থেকে বাদ, তবু বড় দায়িত্বে শ্রেয়স
এশিয়া কাপে সুযোগ না-পাওয়ার পর সমালোচনা হলেও, অল্প সময়ের মধ্যেই নতুন সুযোগ পেলেন শ্রেয়স। এই সিরিজকে আসন্ন টেস্ট দলের প্রস্তুতির ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে। অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই দুই ম্যাচ শ্রেয়সের জন্য বড় পরীক্ষার মঞ্চ।
দলে ফিরলেন নীতীশ রেড্ডি

ইংল্যান্ড সফরে চোটে ছিটকে যাওয়া হায়দরাবাদের অলরাউন্ডার নীতীশ রেড্ডিও স্কোয়াডে ফিরেছেন। সম্প্রতি দলীপ ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্সের পর সুযোগ পেলেন আয়ুষ বাদোনি, যিনি দ্বিশতরান করেছিলেন উত্তরাঞ্চলের হয়ে।
দ্বিতীয় ম্যাচে যুক্ত হবেন রাহুল-সিরাজ

অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ থেকে ভারতীয় স্কোয়াডে যুক্ত হবেন কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। তবে কোন দুই ক্রিকেটারের পরিবর্তে তারা আসবেন, তা এখনও জানায়নি বিসিসিআই।
সম্ভাবনায় ভর করে এগোচ্ছেন শ্রেয়স
গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে লাল-বলের ক্রিকেট খেলার পর আর টেস্ট দলে সুযোগ পাননি শ্রেয়স। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা থেকে শুরু করে ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যে নজর কেড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও জাতীয় টেস্ট দলে জায়গা হয়নি। ফলে অজিদের বিরুদ্ধে ভারতীয়-এ ম্যাচগুলোই তাঁর টেস্টে ফেরার সিঁড়ি হতে পারে।
একনজরে ভারতীয়-এ স্কোয়াড
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহঅধিনায়ক/উইকেটরক্ষক), দেবদূত পারিক্কল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ রেড্ডি, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুর্নুর ব্রার, খলিল আহমেদ, মানব সুতার, যশ ঠাকুর, কেএল রাহুল*, মহম্মদ সিরাজ*
প্রথম ম্যাচ: 16 সেপ্টেম্বর, লখনউ একানা স্টেডিয়াম
দ্বিতীয় ম্যাচ: 23 সেপ্টেম্বর
শেষকথা
শ্রেয়স আইয়ারের জন্য এই সিরিজ শুধু নেতৃত্বের পরীক্ষা নয়, জাতীয় টেস্ট দলে ফেরার দরজাও খুলে দিতে পারে। আগামী কয়েক সপ্তাহে নজর থাকবে তাঁর ব্যাট এবং নেতৃত্ব দু’দিকেই।