মাত্র ৪২ বছর বয়সে বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার থেকে শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র জগৎ। তবে সবচেয়ে বেশি বিধ্বস্ত তাঁর স্বামী ও অভিনেতা পরাগ ত্যাগী।

শনিবার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। রবিবার সকালে স্ত্রীর শেষ স্মৃতিচিহ্ন, অস্থি নিয়ে পরাগ পৌঁছান আরব সাগরের পাড়ে। ভরা সমুদ্রের বুকেই স্ত্রীর সেই শেষটুকু বিসর্জন দিলেন তিনি। স্ত্রীর ছবিকে আঁকড়ে ধরে, চোখের জলে ভেসে গেলেন স্বামী পরাগ।

সেই মুহূর্তের এক হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। চোখে জল ধরে রাখতে পারছেন না সাধারণ মানুষও। সোশ্যাল মিডিয়ায় বহুজন লিখছেন, “এটা গল্প হলেও পারত।” কারও প্রিয় মানুষকে এভাবে হারানো কতটা কষ্টের, তা যেন স্পষ্ট হয়ে উঠছে পরাগের কান্নায়।

শেফালির মৃত্যুর পর থেকেই পরাগ মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। শ্মশান যাত্রা থেকে শুরু করে অন্তিম সময় পর্যন্ত স্ত্রীর দেহ আঁকড়ে তিনি কেঁদেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“আমার পরির জন্য সবাই প্রার্থনা করুন। ও যেন শান্তি পায়।”

কীভাবে মৃত্যু হল শেফালির?
শুক্রবার রাত ১০টা নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন শেফালি জারিওয়ালা। অন্ধেরির নিজের বাড়িতে ছিলেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ফরেন্সিক টিম তদন্তে নামে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। কেউ বলছেন হৃদরোগ, কেউ বা দাবি করছেন সম্প্রতি নেওয়া অ্যান্টি-এজিং ট্রিটমেন্টই হয়েছে বিপদের কারণ। মাত্র ৪২ বছর বয়সেই জীবন থেমে গেল শেফালির।

কে ছিলেন শেফালি জারিওয়ালা?
‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন শেফালি। পরে বহু মিউজিক ভিডিও ও টিভি শো-তে অভিনয় করেন। টেলিভিশন দুনিয়ার এক পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। এমন এক প্রতিভাবান অভিনেত্রীর এভাবে অকালে চলে যাওয়া নিঃসন্দেহে এক বড় ক্ষতি।