দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, কার্ডিয়াক অ্যারেস্টেই শেষ নিঃশ্বাস? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, কার্ডিয়াক অ্যারেস্টেই শেষ নিঃশ্বাস? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

বলিউডে আবারও নেমে এল শোকের ছায়া। অকালেই প্রয়াত হলেন ‘কাঁটা লগা গার্ল’ শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। মাত্র ৪২ বছর বয়সেই জীবনের মঞ্চ থেকে নেমে গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে যায় গোটা বিনোদন জগৎ।

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, কার্ডিয়াক অ্যারেস্টেই শেষ নিঃশ্বাস? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু, বলছে ময়নাতদন্ত রিপোর্ট
সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে, আগের রাত ১০টা থেকে ১১টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালির। তিনি নিজের বাড়িতেই ছিলেন সেই সময়। অসুস্থতা অনুভব করার পর তাঁর স্বামী পরাগ ত্যাগী ও কিছু বন্ধুবান্ধব তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, কার্ডিয়াক অ্যারেস্টেই শেষ নিঃশ্বাস? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

রাত ১টার সময় পুলিশকে খবর
রাত ১টা নাগাদ পুলিশে খবর দেওয়া হয় এবং তারপরই পুলিশ পৌঁছায় অভিনেত্রীর বাড়িতে। সেখান থেকে তাঁর দেহ মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পরাগ সহ ৮ জনের বয়ান রেকর্ড
মুম্বই পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত পরাগ ত্যাগী ছাড়াও বাড়ির কর্মচারী সহ মোট ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে কোনও ষড়যন্ত্র বা সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত এখনও চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সুরক্ষিত রাখা হয়েছে।

পরিবার ও তারকাদের উপস্থিতিতে শেষকৃত্য
শেফালির শেষকৃত্য হয় বিকেলে। পরাগ ত্যাগী সমস্ত শেষকৃত্য সম্পন্ন করেন। উপস্থিত ছিলেন আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সুরভি চন্দনা, সম্ভবনা শেঠ, রশ্মি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহানের মতো বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা।

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, কার্ডিয়াক অ্যারেস্টেই শেষ নিঃশ্বাস? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

পরাগ ত্যাগীর অনুরোধ
শেষকৃত্যের পর সংবাদমাধ্যমের সামনে এসে কান্নাভেজা গলায় পরাগ ত্যাগী বলেন, “আপনারা আমার পরীর জন্য প্রার্থনা করুন প্লিজ…”। তাঁর এই অনুরোধে আবেগে ভাসে উপস্থিত সবাই।

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, কার্ডিয়াক অ্যারেস্টেই শেষ নিঃশ্বাস? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

উল্লেখযোগ্য তথ্য:

  • শেফালির জনপ্রিয়তা শুরু হয় ‘কাঁটা লগা’ মিউজিক ভিডিও থেকে।
  • ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর দ্বিতীয়বার পরাগ ত্যাগীকে বিয়ে করেন তিনি।
  • বলিউডে সেভাবে সক্রিয় না থাকলেও, রিয়েলিটি শো ও ইভেন্টে মাঝেমধ্যেই দেখা যেত তাঁকে।


শেফালির অকালপ্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার, অনুরাগী এবং গোটা বিনোদন মহল। এখনও অনেক সম্ভাবনা ছিল তাঁর সামনে, যা আজ অকালে থেমে গেল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!