দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা, ১৫ বছর ধরে গোপনে লড়ছিলেন ভয়ঙ্কর রোগের সঙ্গে

প্রয়াত 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা, ১৫ বছর ধরে গোপনে লড়ছিলেন ভয়ঙ্কর রোগের সঙ্গে

মুম্বই, ২৮ জুন ২০২৫:
বলিউডে ‘কাঁটা লাগা গার্ল’ নামে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই তারকার। গতকাল অর্থাৎ ২৬শে জুন শুক্রবার গভীর রাতে আন্ধেরি পশ্চিমের নিজের ফ্ল্যাটে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর অনুযায়ী, রাত ১টা নাগাদ মুম্বই পুলিশ খবর পায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শেফালির দেহের ময়নাতদন্ত কুপার হাসপাতালে করা হবে, মৃত্যুর প্রকৃত কারণ সেখান থেকেই জানা যাবে।

ভয়ঙ্কর রোগে ভুগছিলেন, জানতেন না অনেকেই

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শেফালি দীর্ঘদিন ধরে মৃগী রোগে (Epilepsy) ভুগছিলেন। ১৫ বছর বয়সে প্রথম এই রোগ ধরা পড়ে। নিয়মিত খিঁচুনি, মানসিক উদ্বেগ ও চাপের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। কিন্তু প্রকাশ্যে এই রোগ নিয়ে কখনও কথা বলেননি। কাজের জগতে প্রভাব ফেলতে চাননি বলেই বিষয়টি গোপন রাখতেন তিনি।

নিয়মিত চিকিৎসা, শরীরচর্চা ও মেডিটেশনের মাধ্যমে তিনি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতেন। একজন ফিটনেস ফ্রিক হিসেবে পরিচিত ছিলেন শেফালি।

প্রয়াত 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা, ১৫ বছর ধরে গোপনে লড়ছিলেন ভয়ঙ্কর রোগের সঙ্গে

‘কাঁটা লাগা’ দিয়ে রাতারাতি সেলিব্রিটি

মাত্র ২০ বছর বয়সে হিন্দি রিমিক্স গান ‘কাঁটা লাগা’-তে অভিনয় করে দেশজুড়ে পরিচিতি পান শেফালি। ওই সময় ‘রিমিক্স কালচার’ তুঙ্গে, আর শেফালির উপস্থিতি গানটিকে করে তোলে একেবারে আইকনিক। এই গানের বিভঙ্গে মুগ্ধ হয়েছিল গোটা প্রজন্ম।

প্রয়াত 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা, ১৫ বছর ধরে গোপনে লড়ছিলেন ভয়ঙ্কর রোগের সঙ্গে

পরে তিনি একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেন, সিনেমায়ও দেখা গেছে তাঁকে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’‘নাচ বালিয়ে ৭’-এ স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি তিনি ওয়েব সিরিজেও কাজ শুরু করেছিলেন।

ব্যক্তিগত জীবনেও ছিল ওঠা-পড়া

২০০৪ সালে শেফালি প্রথম বিয়ে করেন হরমিত সিংকে। সেই সম্পর্ক শেষ হয় ২০০৯ সালে। পরে, ২০১৫ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন তিনি।
শেফালির নাম প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল-এর সঙ্গেও একসময় জড়িয়েছিল।

প্রয়াত 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা, ১৫ বছর ধরে গোপনে লড়ছিলেন ভয়ঙ্কর রোগের সঙ্গে
শেফালি জারিওয়ালা ও পরাগ ত্যাগী

শেষ বিদায়ে শোকের ছায়া বলিউডে

শেফালির হঠাৎ মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, বন্ধুবান্ধব, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। অভিনেত্রী হিসেবে নয়, একজন যোদ্ধা হিসেবেই তাঁকে স্মরণ করছে সকলে – যিনি মঞ্চের বাইরে থেকেও কঠিন রোগের সঙ্গে নিঃশব্দে লড়াই চালিয়ে গিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!