দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

জখম শাহরুখ খান! ‘কিং’-এর শুটিং বন্ধ, চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হল বাদশাকে!

জখম শাহরুখ খান! ‘কিং’-এর শুটিং বন্ধ, চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হল বাদশাকে!

বলিউডের বাদশা শাহরুখ খান ফের একবার চোট পেলেন শ্যুটিং সেটে। আসন্ন ছবি ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য শ্যুট করার সময় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। খবর অনুযায়ী, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়ো-তে একটি জটিল স্টান্ট দৃশ্যের শ্যুটিং চলছিল, সেখানেই এই বিপত্তি।

কোথায় আঘাত পেলেন শাহরুখ?

যদিও তাঁর শরীরের কোন অংশে কতটা চোট লেগেছে তা স্পষ্টভাবে জানানো হয়নি, তবে সূত্রের খবর, পেশিতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। একাধিক রিপোর্ট বলছে, শাহরুখ অনেকদিন ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন। সেই পুরনো সমস্যার কারণেই অ্যাকশন দৃশ্যের সময় বেকায়দায় পড়ে যান অভিনেতা।

জখম শাহরুখ খান! ‘কিং’-এর শুটিং বন্ধ, চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হল বাদশাকে!

চিকিৎসার জন্য আমেরিকায়!

শাহরুখের শারীরিক অবস্থার অবনতি যাতে না ঘটে, তাই দেরি না করে তাঁকে আমেরিকায় চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পুরোপুরি বিশ্রামে রাখা হবে তাঁকে।

‘কিং’ ছবির শ্যুটিং বন্ধ

এই ঘটনার পরই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ‘কিং’ ছবির শ্যুটিং। জানা গিয়েছে, আগামী এক মাস শাহরুখ সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে ফের শুরু হতে পারে ছবির বাকি অংশের শ্যুটিং।

জখম শাহরুখ খান! ‘কিং’-এর শুটিং বন্ধ, চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হল বাদশাকে!

সুহানা খানের সঙ্গেও কাজ

‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাঁর কন্যা সুহানা খান-কে। তাই এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু এই চোট লাগার ঘটনায় আপাতত ছবির নির্মাণে ব্রেক।


শাহরুখের ভক্তদের উদ্দেশ্যে বার্তা

যদিও শাহরুখের টিম বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি, তবুও ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, আঘাত গুরুতর নয় এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাদশা। ভক্তদের উদ্দেশ্যে বার্তা— “উদ্বিগ্ন না হয়ে প্রার্থনা করুন, কিং দ্রুতই ফিরে আসবেন।

জখম শাহরুখ খান! ‘কিং’-এর শুটিং বন্ধ, চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হল বাদশাকে!

শাহরুখ খানের চোট পাওয়ার ঘটনা নিঃসন্দেহে চিন্তায় ফেলেছে তাঁর অসংখ্য অনুরাগীকে। তবে আশার কথা, চোট গুরুতর না হলেও সতর্কতামূলক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় মুখর হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আবার ‘কিং’ হয়ে ফিরবেন আমাদের প্রিয় বাদশা!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!