দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শাহরুখ খানের ‘কিং’-এ জ্যাকি শ্রফের আগমন, বলিউডে ফের অনিল-জ্যাকির ম্যাজিক!

শাহরুখ খানের ‘কিং’-এ জ্যাকি শ্রফের আগমন, বলিউডে ফের অনিল-জ্যাকির ম্যাজিক!

২০ মে, ২০২৫ থেকে শুরু হচ্ছে শাহরুখ খানের পরবর্তী বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর শুটিং। এর ঠিক আগে সামনে এল এক চমকপ্রদ খবর—জ্যাকি শ্রফ এখন অফিসিয়ালি যুক্ত হয়ে গেছেন এই বিগ-বাজেট অ্যাকশন থ্রিলার ছবিতে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ যখন জ্যাকি শ্রফকে ছবির গল্প ও চরিত্রের প্রাথমিক খসড়া শোনান, তখন এক মুহূর্তও না ভেবে ছবিতে কাজ করার জন্য রাজি হয়ে যান তিনি। জ্যাকির বক্তব্য অনুযায়ী, শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নন, বরং দেশের অন্যতম উদার মনের প্রযোজকও।

অনিল-জ্যাকি ফের একসঙ্গে
‘ত্রিমূর্তি’ (১৯৯৫) ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে অনিল কাপুর ও জ্যাকি শ্রফকে, আর তাতে শাহরুখ খান থাকবেন কেন্দ্রীয় ভূমিকায়। এই ত্রয়ীকে একসঙ্গে আবার পর্দায় দেখতে পেয়ে আপ্লুত ভক্তরা।

ছবিতে অনিল কাপুর থাকবেন শাহরুখের ‘হ্যান্ডলার’ চরিত্রে, কিন্তু জ্যাকি শ্রফের চরিত্র নিয়ে নির্মাতারা এখনই মুখ খুলতে নারাজ। তবে বি-টাউনে জোর ফিসফাস, জ্যাকিকে দেখা যাবে একদম নতুন এবং চমকে দেওয়া রূপে।

গ্লোবাল কাস্টিং, অল-স্টার লাইনআপ
এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। আরও থাকছেন অভিষেক বচ্চন (ভিলেন চরিত্রে), অভয় বর্মা, আরশাদ ওয়ারসি ও অতিথি শিল্পী হিসাবে দীপিকা পাড়ুকোন। এমন স্টারস্টাডেড কাস্টিং বলিউডে বহুদিন দেখা যায়নি।

চিত্রনাট্য লিখেছেন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ, এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘পাঠান’-এর সিদ্ধার্থ আনন্দ। ফলে স্টাইল, থ্রিল, অ্যাকশন এবং আবেগের মিশেলে এক দুর্দান্ত অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে ‘কিং’।

শুটিং শুরু মুম্বইয়ে, পরবর্তী ধাপ ইউরোপে
শুটিং শুরু হচ্ছে মুম্বইয়ে ২০ মে, ২০২৫ থেকে। এরপর টিম পাড়ি দেবে ইউরোপে, যেখানে ছবির বড় অংশের শুটিং হবে। ভিএফএক্স, লোকেশন, কস্টিউম—সব কিছুতেই থাকছে গ্লোবাল স্ট্যান্ডার্ড।

মুক্তি কবে?
প্রযোজনা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ‘কিং’ ছবিটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওয়ার কথা। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি।

ট্রেড অ্যানালিস্টদের মতামত
বিশেষজ্ঞদের মতে, ‘কিং’ হতে চলেছে বলিউডের পরবর্তী ব্লকবাস্টার। শক্তিশালী চিত্রনাট্য, দুর্দান্ত কাস্টিং ও গ্লোবাল প্রোডাকশন ভ্যালু এই ছবিকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!