দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বড় সুখবর! একধাক্কায় বাড়ছে পাঁচটি নতুন লোকাল ট্রেন

শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বড় সুখবর! একধাক্কায় বাড়ছে পাঁচটি নতুন লোকাল ট্রেন

কলকাতা, ১১ জুন ২০২৫: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এল বিশাল স্বস্তির খবর। এবার ব্যস্ত সময়ে লোকাল ট্রেনের বাড়তি চাপ সামলাতে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আরও পাঁচটি নতুন ইএমইউ লোকাল ট্রেন চালানোর। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ এবং বারাসত শাখায় মিলবে এই বাড়তি পরিষেবা।

কেন এই সিদ্ধান্ত?
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, “অফিস টাইমে প্রবল ভিড় থাকে। যাত্রীরা ভোগেন নানা সমস্যায়। সেই চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত।” প্রতিদিন গড়ে ৯০০টিরও বেশি লোকাল ট্রেন চলে শিয়ালদহ ডিভিশনে। তবুও অফিস টাইমে অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়।

🕐 পাঁচটি নতুন লোকাল ট্রেনের টাইমিং (Train Timings):
1️⃣ বনগাঁ → দমদম ক্যান্টনমেন্ট: সকাল ৭:৪১, পৌঁছবে সকাল ৯:১৬
2️⃣ দমদম ক্যান্টনমেন্ট → বারাসত: সকাল ৯:৪৫, পৌঁছবে সকাল ১০:১৫
3️⃣ বারাসত → দমদম ক্যান্টনমেন্ট: বিকেল ৫:৩৭, পৌঁছবে সন্ধে ৬:০০
4️⃣ দমদম ক্যান্টনমেন্ট → বনগাঁ: সন্ধে ৬:২৬, পৌঁছবে রাত ৮:১০
5️⃣ বনগাঁ → বারাসত: রাত ৮:২০, পৌঁছবে রাত ৯:২৫

🔄 আগেও বাড়ানো হয়েছিল ট্রেন সংখ্যা:
এর আগেও রেল শিয়ালদহ দক্ষিণ শাখায় বালিগঞ্জ-নামখানা, বালিগঞ্জ-ক্যানিং ও বালিগঞ্জ-সোনারপুর শাখায় বাড়তি ট্রেন চালিয়েছিল। এবার উত্তর শাখাতেও সেই ধারা বজায় রাখল রেল।

🚉 কাদের জন্য বড় সুবিধা?

  • দমদম ক্যান্টনমেন্ট, বারাসত ও বনগাঁ রুটে যাতায়াতকারীদের জন্য
  • অফিস টাইমে ট্রেনে দাঁড়ানোর জায়গা পাওয়া কঠিন যারা বলে থাকেন
  • নিয়মিত যাত্রীদের জন্য কম ভিড়ে আরামদায়ক যাত্রা নিশ্চিত হবে

📢 শেষ কথা:
শিয়ালদহ রেল ডিভিশনের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু যাত্রীদের যাতায়াত সহজ করবে না, একই সঙ্গে ভিড় কমিয়ে যাত্রা অভিজ্ঞতাকে করবে আরও উন্নত। রেলের এই উদ্যোগ আগামী দিনে আরও ট্রেন চালুর সম্ভাবনাকে উজ্জ্বল করল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!