২ জুন ২০২৫, কলকাতা:
গ্রীষ্মের ছুটি শেষে আজ, সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল খুলে যাচ্ছে। তবে স্কুলে ফেরার আনন্দের পাশাপাশি থাকছে কোভিড-পরবর্তী স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা।
স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ কিছু সতর্কতা মেনে চলতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার সঙ্গে রাখা, টিফিন ও জল ভাগ না করে খাওয়া – এই নিয়মগুলি পালন করতে বলা হয়েছে স্কুলে আসা ছাত্রছাত্রীদের।
প্রধান শিক্ষকদের বার্তা:
হিন্দু স্কুল-এর প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত জানান, “আমরা ইতিমধ্যেই ওয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদের জানিয়ে দিয়েছি – যাঁরা বাস, ট্রাম বা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক। টিফিন ভাগ করা যাবে না।”
তিনি আরও জানান, ওবিসি সংরক্ষণের জটে তাঁদের স্কুলে এখনো একাদশ শ্রেণির ভর্তি শুরু করা যায়নি। এই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন করা হয়েছে ভর্তি রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর।
নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল-এর প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, “করোনা নিয়ে আতঙ্ক নয়, কিন্তু সচেতনতা জরুরি। ছাত্রদের বলেছি জ্বর, কাশি বা বমির উপসর্গ থাকলে স্কুলে না আসতে। মিড ডে মিল ভাগ করে খাওয়া চলবে না।”
মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, যাদবপুর বিদ্যাপীঠ, যোধপুর পার্ক বয়েজ স্কুল-সহ একাধিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরাও জানিয়েছেন, সোমবার প্রার্থনার সময়েই করোনা-সম্পর্কিত স্বাস্থ্যবিধি পড়ুয়াদের স্মরণ করিয়ে দেওয়া হবে।
একাদশ শ্রেণির অনিশ্চয়তা:
যদিও স্কুল খুলেছে, কিন্তু বেশ কয়েকটি সরকারি স্কুল এখনও ওবিসি সংরক্ষণের জট না কাটায় একাদশ শ্রেণির ক্লাস শুরু করতে পারেনি। শিক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে।
জুন থেকে অগস্ট পর্যন্ত সময়কে ‘পড়াশোনার মরসুম’ হিসেবে দেখছে স্কুল কর্তৃপক্ষ। এই সময়ে কোনওরকম অসতর্কতা বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করে পড়ুয়াদের মন দিয়ে ক্লাস করতে বলা হয়েছে।