৮০’র দশকের গ্ল্যামার গার্ল, প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি বুধবার (৯ জুলাই) ৬৫ বছরে পা দিলেন। মুম্বইয়ের অভিজাত এক স্থানে আয়োজন করা হল তাঁর জন্মদিনের বিশেষ সেলিব্রেশন। আর সেখানেই হাজির হলেন বলিউড সুপারস্টার ও তাঁর প্রাক্তন প্রেমিক সলমন খান!
সাদা-সোনালি গ্ল্যাম লুকে নজর কাড়লেন সঙ্গীতা
জন্মদিনের সন্ধ্যায় সাদা প্লাঞ্জিং টপ ও সোনালি সিকুইন মিনি স্কার্টে ঝলমলে লুকে হাজির হন সঙ্গীতা। হাসিমুখে পোজ দেন পাপারাজ্জিদের উদ্দেশে। তাঁর সঙ্গে ছিলেন সলমন খান, যিনি ব্ল্যাক টি-শার্ট ও ডেনিম জিন্সে ছিলেন ক্যাজুয়াল অথচ স্টাইলিশ।
কেক কাটার মুহূর্তে পরিবার-বন্ধুদের উচ্ছ্বাস
ভেন্যুর বাইরে পাপারাজ্জিদের সামনে কেক কাটেন সঙ্গীতা। পাশে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ বন্ধুরা, ও বলিউড তারকারা। চারপাশে গাওয়া হল জন্মদিনের গান। মুহূর্তগুলো ধরা পড়ল ক্যামেরায়।
কোন কোন সেলেব হাজির ছিলেন পার্টিতে?
- 📸 টেলিভিশন তারকা আরজুন বিজলানি ও তাঁর স্ত্রী নেহা স্বামী
- 🎬 ৮০’র দশকের বিখ্যাত অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রী
- 🎉 চমক হিসেবে দেখা গেল রণবীর সিংয়ের বাবা-মাকেও
এই তালিকাই প্রমাণ করে সঙ্গীতার জনপ্রিয়তা এখনও কতটা অটুট।
💔 একসময়ের প্রেমের গল্প: সলমন ও সঙ্গীতা
সলমন খান ও সঙ্গীতা বিজলানির প্রেম এক সময় বলিউডের চর্চার বিষয় ছিল। ৮০’র দশকের শেষ দিকে তাঁরা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন, এমনকি কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল! কিন্তু কোনও এক অজানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়।
পরে ১৯৯৬ সালে সঙ্গীতা বিয়ে করেন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে। ২০১০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
🕊️ বছর ঘুরে আবার দেখা, বন্ধুত্ব অটুট
সম্প্রতি সলমনের ৫৭তম জন্মদিনেও দেখা গিয়েছিল সঙ্গীতাকে। হাসিমুখে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্ত নস্টালজিয়ায় ভরিয়ে দিয়েছিল ভক্তদের মন।
🎬 কর্মজীবন: মডেলিং থেকে বলিউড পর্যন্ত
মাত্র ১৬ বছর বয়সে টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু সঙ্গীতার। ১৯৮০ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতে নেন, তারপর দক্ষিণ কোরিয়ায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ করেন এবং সেরা ন্যাশনাল কস্টিউম পুরস্কার পান।
এরপর একাধিক সিনেমা ও টেলিভিশন শো-তে কাজ করেছেন। সবশেষ তাঁকে দেখা গেছে ২০২১ সালে Super Dancer-এর এক এপিসোডে, যেখানে তিনি হাজির ছিলেন জ্যাকি শ্রফের সঙ্গে।