বলিউড সুপারস্টার সলমান খানের (Salman Khan) নতুন ছবি ‘সিকন্দর’ (Sikandar) মুক্তির মাত্র ৪ থেকে ৫ দিনের মধ্যেই মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি।
টিজার ও ট্রেলার মুক্তির সময়ে ছবিটি যথেষ্ট চর্চার কেন্দ্রে ছিল। তবে সিনেমা মুক্তির পর দর্শকরা বেশ হতাশ। দুর্বল চিত্রনাট্য এবং নিম্নমানের নির্মাণের অভিযোগ উঠেছে ‘সিকন্দর’ ছবির বিরুদ্ধে। ফলস্বরূপ, ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে এবং বক্স অফিসে উল্লেখযোগ্য আয় করতে পারেনি।
কেন সরানো হল?
মুম্বইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে নতুন গুজরাতি ছবি ‘এমপুরান’ এবং ‘ডিপ্লোম্যাট’-এর মুক্তির কারণে ‘সিকন্দর’ ছবির শো বাতিল করা হয়েছে। উদাহরণস্বরূপ, কান্দিভালির রঘুলীলা মলের ইনক্স-এ রাত সাড়ে ৯টার শো এবং সিউড সিনেপলিস ও ওরিয়ন মলের পিভিআরে যথাক্রমে সাড়ে পাঁচটা ও সাড়ে ৯টার শো বাতিল করা হয়েছে। সেখানে এখন চলছে গুজরাতি ছবি। হলমালিকদের মতে, গুজরাতি ছবিগুলি সিকন্দরের চেয়ে ভাল ব্যবসা করছে।
সলমনের প্রতিক্রিয়া
সলমন খানের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, তিনি সবসময় নতুন ছবি নিয়ে উৎসাহিত থাকেন, তবে তার ছবি মুক্তির সময় ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ চুপ থাকে। সালমানের মতে, ‘উৎসাহ সবার প্রয়োজন হয়।’
সলমনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনুরাগীদের অনেকেই মনে করছেন, সালমান খানের মত সুপারস্টারেরও উৎসাহ দরকার।
শেষকথা
সলমন খানের ‘সিকন্দর’ ছবির এই পরিণতি তাঁর ভক্তদের জন্য হতাশাজনক। তবে বক্স অফিসে ব্যর্থ হলেও, সালমানের অনুরাগীরা সবসময় তাঁর পাশে রয়েছেন।