দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

লর্ডসে সচিন তেন্ডুলকরের প্রতিকৃতি উন্মোচন, আবেগে আপ্লুত ‘মাস্টার ব্লাস্টার’

লর্ডসে সচিন তেন্ডুলকরের প্রতিকৃতি উন্মোচন, আবেগে আপ্লুত ‘মাস্টার ব্লাস্টার’

নিজস্ব প্রতিবেদন | কলকাতা | ১১ জুলাই, ২০২৫

ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন তেন্ডুলকর আরও একবার ইতিহাস গড়লেন। লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট মাঠে এমসিসি (Marylebone Cricket Club)-র তরফে তাঁর প্রতিকৃতি উন্মোচন করা হল। ক্রিকেটের ‘মক্কা’ বলেই পরিচিত লর্ডসের সংগ্রহশালায় নিজের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সচিন।

ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট শুরুর আগে এই বিশেষ অনুষ্ঠান হয় লর্ডসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসি-র প্রতিনিধিরা, ক্রিকেট প্রশাসক ও প্রাক্তন ক্রিকেটাররা। সচিন নিজে উপস্থিত থেকে উন্মোচন করেন প্রতিকৃতিটি।

এই প্রতিকৃতি চিত্রাঙ্কন করেছেন খ্যাতনামা ব্রিটিশ শিল্পী স্টুয়ার্ট পিয়ারসন রাইট। ১৮ বছর আগে তিনি সচিনের সঙ্গে সাক্ষাৎ করেন নিজের বাড়িতে, সেখানেই একটি ছবি তোলেন। সেই ছবির ওপর ভিত্তি করেই আঁকা হয় মাস্টার ব্লাস্টারের প্রতিকৃতি। উল্লেখ্য, এই শিল্পী এর আগেও কপিল দেব, বিষাণ সিংহ বেদী ও দিলীপ বেঙ্গসরকরের প্রতিকৃতি এঁকেছেন।

লর্ডসে সচিন তেন্ডুলকরের প্রতিকৃতি উন্মোচন, আবেগে আপ্লুত ‘মাস্টার ব্লাস্টার’

নিজের আবেগ ভাষায় প্রকাশ করে সচিন সমাজমাধ্যমে লেখেন—
“১৯৮৮ সালে কিশোর বয়সে প্রথমবার লর্ডসে এসেছিলাম। ১৯৮৯ সালে স্টার ক্রিকেট ক্লাবের হয়ে ফের এসেছিলাম। আমার মনে আছে, প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে ইতিহাসে ডুবে থাকার মুহূর্ত এবং নীরবে স্বপ্ন দেখার অভিজ্ঞতা। আজ সেই লর্ডসেই আমার প্রতিকৃতি উন্মোচিত হওয়া… ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। জীবন যেন এক পূর্ণ বৃত্তে পরিণত হয়েছে। আমি কৃতজ্ঞ।”

লর্ডসে সচিন তেন্ডুলকরের প্রতিকৃতি উন্মোচন, আবেগে আপ্লুত ‘মাস্টার ব্লাস্টার’

ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। ক্রিকেট বিশ্বের চোখে আবারও প্রমাণিত হল, কেন সচিন তেন্ডুলকর শুধুই একজন খেলোয়াড় নন, তিনি ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!