রঘু ডাকাতের যাত্রা শুরু, প্রকাশ্যে এল প্রথম গান ‘জয় কালী’ – দেবের রূপে দেখা মিলল মায়ের উগ্র সন্তান

রঘু ডাকাতের যাত্রা শুরু, প্রকাশ্যে এল প্রথম গান ‘জয় কালী’ – দেবের রূপে দেখা মিলল মায়ের উগ্র সন্তান

দেবের দুর্দান্ত রূপে প্রথম ঝলক – ‘জয় কালী’

অবশেষে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত রঘু ডাকাত–এর মহাযাত্রা। আজ প্রকাশ্যে এল ছবির প্রথম গান ‘জয় কালী’, যা একেবারেই আগুন জ্বালিয়ে দিল পর্দায়। এসভিএফ (SVF) এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি এই গান পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পুজো স্পেশাল ছবির এক দুর্দান্ত সূচনা।

গানটির ভিজ্যুয়ালে দেবকে দেখা গিয়েছে একেবারে রূপান্তরিত চরিত্রে, মা কালী–র অগ্নিসন্তান হিসেবে। মুখে সিঁদুর মেখে দেব যেন মায়ের শক্তিরই প্রতিমূর্তি। গানের দৃশ্যে সোহিনী সরকার ও রূপা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ছবির আবহকে আরও শক্তিশালী করেছে।


সঙ্গীত, কণ্ঠ ও আবেগ

  • সঙ্গীত পরিচালক: রথিজিৎ ভট্টাচার্য্য
  • গীতিকার: সগতা গুহ
  • গায়ক: ইশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য্য, রথিজিৎ ভট্টাচার্য্য

গানটির সুরকার রথিজিৎ ভট্টাচার্য্য এক বিশেষ আবহ তৈরি করেছেন, যেখানে দেবতার শক্তি ও ভক্তির মিলন ঘটেছে। সগতা গুহর লেখা কথায় মিশেছে ভক্তি আর বিদ্রোহের আবেগ। আর তিন শিল্পীর কণ্ঠে গানটি পেয়েছে অদম্য শক্তি ও মায়ের প্রতি অগাধ নিবেদন।


রঘু ডাকাত: এক মহাকাব্যিক কাহিনি

এই ছবির মাধ্যমে ধ্রুব বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন বাংলার এক ঐতিহাসিক বিদ্রোহীর মহাকাব্যিক কাহিনি। ইতিহাস, লোককথা ও ফ্যান্টাসির মিশেলে তৈরি এই ছবি পুজোর মরশুমে দর্শকদের জন্য হয়ে উঠতে চলেছে এক স্মরণীয় অভিজ্ঞতা।

প্রথম গান ‘জয় কালী’ প্রকাশ্যে আসতেই দর্শকরা ছবির প্রতি আরও বেশি আকৃষ্ট হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গানটি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে।

👉 গানটি শুনুন এখানে:


🎬 মুক্তি পেতে চলেছে পুজো ২০২৫–এ

রঘু ডাকাত এই বছরের দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে। ছবির প্রথম গানেই বোঝা যাচ্ছে, ভক্তি, শক্তি আর মহিমায় ভরপুর এই সিনেমা হতে চলেছে পুজোর মরশুমের সবচেয়ে বড় চমক।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!