ডিজিটাল ডেস্ক:
রাশিয়ার লাগাতার ড্রোন ও মিসাইল হামলায় রক্তাক্ত ইউক্রেন। শনিবার ও রবিবার, দু’দিনে ৩৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী—যা তিন বছরের যুদ্ধের নিরিখে একদিনে সর্বোচ্চ ড্রোন হামলার রেকর্ড। রবিবারের হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন সরকার।
এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করে ট্রাম্প লেখেন,
“পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, কিন্তু এখন উনি পাগল হয়ে গিয়েছেন। অকারণে মানুষ খুন করছেন। ইউক্রেনের শহরে শহরে মিসাইল হামলা চালাচ্ছেন। আমি আগেই বলেছি, গোটা ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন অনিবার্য।”
এখানেই থেমে থাকেননি ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও কটাক্ষ করে বলেন, “ও কথা বললেই সমস্যা তৈরি হয়।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা যখন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার পথে এগোচ্ছি, তখনই এই হামলা—একেবারেই অনুচিত।”
ক্ষয়ক্ষতি ও প্রতিক্রিয়া:
- ইউক্রেন জানিয়েছে, রুশ ড্রোনের অধিকাংশকেই নিষ্ক্রিয় করা গেছে।
- তবু গ্রাম ও শহর মিলিয়ে প্রায় ৩০টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
- হামলার সময়ই চলছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া।
ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, “আমি যদি এখনও প্রেসিডেন্ট হতাম, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কখনওই শুরু হত না।”
রাশিয়ার এই আচরণের কড়া সমালোচনা করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।