Kolkata News: ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টের সময় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান। দিনভর একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর মধ্যে রয়েছে কলকাতার যশোর রোড মেট্রো স্টেশনে তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন।
প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি
- বিকেল ৪টেয় কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
- সড়ক পথে সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে গিয়ে তিন সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন।
- উদ্বোধনের পর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চেপে সরাসরি দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন।
- সেখান থেকে আবার যশোর রোডে ফিরে আসবেন।
- বিকেল পৌনে ৫টায় দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রশাসনিক সভায় যোগ দেবেন।
- প্রশাসনিক সভার পর বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি।
বিজেপির পরিকল্পনা, যশোর রোড থেকে দমদম সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথকে রোড শোয়ের চেহারা দেওয়া।
কোন কোন মেট্রো রুট উদ্বোধন?
- নোয়াপাড়া – দমদম ক্যান্টনমেন্ট – যশোর রোড – দমদম বিমানবন্দর
- সরাসরি যাওয়া যাবে বিমানবন্দরে।
- ভাড়া: হাওড়া বা শিয়ালদা থেকে ৫০ টাকা, সেক্টর ফাইভ পর্যন্ত ৭০ টাকা।
- ধর্মতলা – শিয়ালদা
- শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছতে সময় লাগবে মাত্র ৩ মিনিট।
- হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়া যাবে আধ ঘণ্টার মধ্যে।
- নিউগড়িয়া – রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত লাইন
- যাতায়াত আরও সহজ হবে দক্ষিণ কলকাতায়।
পরিষেবার সময়সূচি
- শুক্রবার সন্ধে থেকেই চালু হবে নতুন রুটে পরিষেবা।
- প্রতিদিন সকাল ৬:৩০ থেকে রাত ১০:১৯ পর্যন্ত চলবে মেট্রো।
- হাওড়া ময়দান – সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট অন্তর চলবে মেট্রো।
প্রধানমন্ত্রীর বক্তব্য
এক্স-এ (X) প্রধানমন্ত্রী লিখেছেন—
“কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময়ই আনন্দের। এই শহরের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দর ও IT হাবের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।”
যে শহরের উন্নয়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সেই কলকাতার মানুষের কাছে আসা আমার কাছে সবসময়ই আনন্দের। কলকাতায় আগামীকালের অনুষ্ঠানগুলি মূলত: যোগাযোগ সম্বন্ধীয়। নোয়াপাড়া- জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ – এসপ্ল্যানেড এবং বেলেঘাটা- হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলাচলের উদ্বোধন… pic.twitter.com/QoEovsmDVA
— Narendra Modi (@narendramodi) August 21, 2025
সাধারণ মানুষের উপকারিতা
- বিমানবন্দরে দ্রুত যাতায়াত।
- দক্ষিণ কলকাতায় যাতায়াত আরও সহজ।
- হাওড়া, শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার সময় কমবে।
- ভাড়া তুলনামূলক সাশ্রয়ী।