দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

আমেরিকার বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা: এক বিমানের উপর ভেঙে পড়ল অন্য বিমান, আগুনে ছারখার সবকিছু

আমেরিকার বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা: এক বিমানের উপর ভেঙে পড়ল অন্য বিমান, আগুনে ছারখার সবকিছু

Plane Accident News: মন্টানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বিমানের উপর ভেঙে পড়ল আরেকটি বিমান, মুহূর্তে আগুনে গ্রাস সব।

ক্যালিস্পেল (মন্টানা), যুক্তরাষ্ট্র:
আমেরিকার মন্টানায় ফের ঘটল চাঞ্চল্যকর বিমান দুর্ঘটনা। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা নাগাদ ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর সটান ভেঙে পড়ে আরেকটি বিমান। দুর্ঘটনার পর মুহূর্তে ভয়াবহ আগুনে পুড়ে যায় একাধিক বিমান, চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আতঙ্কিত নেটিজেনরা।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দক্ষিণ দিক থেকে একটি সিঙ্গল ইঞ্জিনের Socata TBM 700 টার্বোটপ বিমান রানওয়ের দিকে আসছিল। ল্যান্ড করার সময় সেটি সরাসরি বিমানবন্দরে আগে থেকে খালি দাঁড়িয়ে থাকা আরেকটি বিমানের উপর আছড়ে পড়ে। সেকেন্ডের মধ্যেই দাউদাউ করে আগুন ধরে যায়।

যাত্রীদের অবস্থা

দুর্ঘটনাগ্রস্ত বিমানে মোট চার জন যাত্রী ছিলেন — পাইলটসহ তিন যাত্রী। ক্যালিস্পেলের দমকল প্রধান জে হেগেন জানিয়েছেন, সবাই কোনওভাবে লাফিয়ে প্রাণে বেঁচে যান। তবে দু’জন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষয়ক্ষতি ও তদন্ত

পুলিশ চিফ জর্ডান ভেনেজিও জানিয়েছেন, বিধ্বংসী আগুনে একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) পরিস্থিতির উপর নজর রাখছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ২০১১ সালে তৈরি এবং মালিক সংস্থা হল MEter Sky LLC of Pullman

স্থানীয়দের অভিজ্ঞতা

দুর্ঘটনার সময় কাছের একটি হোটেলের ম্যানেজার রন ড্যানিয়েলসন বলেন,

“হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারিদিক। কিছু বুঝে ওঠার আগে আকাশে কালো ধোঁয়া দেখলাম। মনে হচ্ছিল কোনও বড় কিছু মাথায় আঘাত করেছে।”

ছোট শহরের বড় দুর্ঘটনা

ক্যালিস্পেলের দক্ষিণে অবস্থিত ছোট বিমানবন্দরটি সাধারণত কম ভিড় থাকে। মাত্র ৩০ হাজার জনসংখ্যার শহরে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা স্থানীয়দের স্তম্ভিত করে দিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!