আজ ১৫ জুন, পিতৃ দিবস। আর এই বছরটি পরমব্রত চট্টোপাধ্যায়ের জীবনে একেবারে স্পেশাল। কারণ, এই প্রথম তিনি একজন বাবা। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁর। আর সেই আনন্দঘন মুহূর্তেই মিশে রয়েছে এক চিলতে অভাব—নিজের বাবার অভাব।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পরমব্রত শেয়ার করলেন দুটি ছবি। একটি ছোটবেলার, যেখানে তিনি বাবার পাশে দাঁড়িয়ে। আর অন্যটি তাঁর সদ্যোজাত পুত্র সন্তানের—মাত্র ১৫ দিনের শিশু, যিনি বাবার একটি আঙুল শক্ত করে ধরে আছে নিজের ছোট্ট হাত দিয়ে।
এই ছবিগুলির সঙ্গে সংযুক্ত আবেগঘন ক্যাপশনে তিনি লিখেছেন—
“মা হওয়া যেমন কঠিন, পিতৃত্বও তেমনই গভীর এক অনুভূতি। যন্ত্রণা, ত্যাগ, অনিদ্রা আর দুশ্চিন্তা—সব মিলিয়ে গত ১৫ দিন ধরে সেই পিতৃত্বকেই অনুভব করছি। বাবার সেই নিরব দায়িত্ব এখন বুঝতে পারছি। অথচ, এই মুহূর্তে তোমার খুব দরকার ছিল, বাবা…”
এই পোস্টের মাধ্যমে স্পষ্ট, নতুন সন্তানের সঙ্গে কাটানো সময় যতটা আনন্দের, ততটাই আবেগে ভরপুরও পরমব্রতর জন্য।
পরিবারে নতুন সদস্য, নতুন গল্প
২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। বহু আগেই মা-বাবাকে হারিয়েছেন অভিনেতা। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পিয়ার সঙ্গে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে’র পরদিন তাঁরা জানান প্রেগন্যান্সির কথা। আর জুনের ১ তারিখে জন্ম নেয় তাঁদের পুত্র সন্তান। তবে এখনও ছেলের মুখ কিংবা নাম সামনে আনেননি তাঁরা।
পরমব্রত এবং পিয়া জানিয়েছেন, সন্তানের জন্মের পর থেকে তাঁদের রাতের ঘুম প্রায় উড়ে গেছে। কিন্তু তাতেও কোনও অভিযোগ নেই। বরং প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন তাঁরা।
ঘরে দুই পোষ্য, কোলে নবজাতক—পুরো ভরা সংসার
পরম-পিয়ার সংসারে রয়েছে আরও দুই সদস্য—পোষ্য কুকুর নীনা ও বাঘা। সদ্যোজাতকে আগলে রাখা, পাশাপাশি পোষ্যদের যত্ন নেওয়া—সব মিলিয়ে তাঁদের দিন কাটছে ধৈর্য ও ভালোবাসায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
পরমব্রতর আবেগঘন এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে লিখেছেন, “এমন পিতৃত্বের অনুভূতি সত্যিই বিরল।” কেউ লিখেছেন, “ছবিগুলো মন ছুঁয়ে গেল… শুভ পিতৃ দিবস।”
একজন ছেলে যখন বাবা হয়ে ওঠেন, তখন জীবনের অনেক অধ্যায় নতুন করে লেখা হয়। পরমব্রতর পিতৃত্বের এই প্রথম যাত্রা তেমনই এক গল্প—যেখানে আনন্দ, অভাব, দায়িত্ব আর নিঃশব্দ ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায়।